Hello বন্ধুগন, আগেই বলে নিশ্চয় অন্যায়কারীকে কেউ ভালবাসে না। অতএব জানার জন্যে জ্ঞান, অজানার জন্যে নয়। তো শুরু করছি: আপনার প্রথমে Broadband High Speed Interner Connection থাকতে হবে। এবং আপনি যার PC কে Shutdown/Restart/Logoff করবেন তার IP Address আপনার জানা থাকতে হবে যেমন কোন না কোন বন্ধুর IP Address তো অবশ্যই জানেন অথবা কোন Cyber Cafe থেকে IP Address Collect করতে পারেন ।
আর যে কারো IP Address বাহির করার জন্যে ” angry ip scanner 2.41″ software টি Google থেকে search দিয়ে Free Download করে নিতে পারেন।এবং আপনি এটাও বুঝতে পারবেন ,সেকি Online এ নাকি offline এ ??
এবার কাজের কথায় আসি :
- প্রথমে আপনি run থেকে cmd যান।
- লিখুন : shutdown -i
- তারপর: Enter(click/press)
- তারপর: একটা dialogue Box আসবে(RSD)
- তারপর: what do you want these computer to do >>Shutdown/Restart/Logoff(যে কোন একটি choose করুন)
- তারপর: Option থেকে (যে কোন একটি choose করুন) যেটা দেয়া আছে সেটি default.
- তারপর: Add এ click. And একটা dialogue Box আসবে। সেখানে IP Address টা বসান যেটি দিয়ে আপনি তার PC কে Shutdown/Restart/Logoff যে কোন একটি করতে চান। দেখুন……………….
- সবার শেষে Comment করে ok/Enter দিন।
এখন cmd দেখুন: যদি Succeed হয় বুঝবেন তার PC আপনার দেয়া সময় অনুযায়ী Off হবে।আর তখন আপনি না চাইলে লিখুন: shutdown -a
- # আপনি নিজের PC Manully করে দেখতে পারেন।
@ check করুন cmd: shutdown -t - ## এটা অনেকে জানেন। যারা জানেন না এটা তাদের জন্যে। আর কাজ ইনশাআল্লাহ হবে।প্রযোয্য Broadband High Speed Internet Connection.
ভাল লাগলে মন্তব্য করবেন Please,যদি আপনি অলস না হয়ে থাকেন !!!!!!!
সৌজন্যে:
আমার সাথে যোগাযোগ করুন:
Nice Tips…
Thanks……….