এটি 8 পর্বের ওয়ার্ডপ্রেস ডেভলপমেন্ট বিষয়ক টিউনের 8 পর্ব

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আজ এই পূর্বে আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এ্যাডমিনবারটি শুধু মাত্র এ্যাডমিনদের জন্য শো করবে, অন্যরা দেখতে পারবে না, এটা করা অনেক সহজ, পূর্বে আমরা দেখিয়ে ছিলাম কিভাবে সকলের সামনে থেকে এটা হাইড করা যায়, যারা দেখননি তারা চাইলে উপরের লিষ্ট থেকে দেথে নিতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই, প্রথমে আপনার সাইটের এ্যাডমিন প্যানেল থেকে থিম অপশনে যান বা সিপ্যানেল থেকেও যেতে পারেন, অথবা এফটিপি থেকেও যেতে পারেন, আপনার কাছে যেটা সহজ মনে হয়, তারপর আমার বর্তমান যে থিমটি আপনার সাইটে ব্যবহার/একটিভ করেছেন সেই থিমটি ওপেন করুন, এবার functions.php নামে একটি পেজ দেখতে পাবেন, সেই পেজটি যে কোন ট্রেক্স এডিটর দিয়ে ওপেন করুন, পিসিতে হলে notepad++ ব্যবহার করতে পারেন, আর সিপিতি হলে উপরে মেনুতে এডিটর অপশন পাবেন, সেখানে ক্লিক করে ওপেন করতে পারবেন। এবারে একদম নিচে দেখুন ?> চিহ্ন আছে, মানে প্রশ্নবোধক চিহ্ন এবং গ্রেটারদ্যেন, এই চিহ্নটির আগে আমার কোডটি কপি করে পেষ্ট করুন, এবং সেইভ করুন, এবার আপনার সাইট ভিজিট করে দেখুন। আশা করি কাজ হয়ে যাবে।

আমার দেয়া কোড


/*
* Enable the WordPress Admin Bar only for admins
*/
if ( !current_user_can( 'manage_options' ) ) {
remove_action( 'init', '_wp_admin_bar_init' );
}

আশা করি আপনাদের উপকারে আসবে, বিশেষ করে নতুনদের জন্য, যদি আপনার উপরে আসে তাহলে পোষ্টটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার সোসিয়্যাল প্রোফাইলে পোস্টটির লিংক শেয়ার করার জন্য অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন, এই কামনায় এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।

Code Reference

Series Navigation<< ওয়ার্ডপ্রেস ডেভলপমেন্ট [পর্ব-০৭] :: সকল ভিজিটরদের থেকে কিভাবে এ্যাডমিনবার হাইড করবেন