Windows 8 বর্তমান সময়ে নতুন এবং সবার কাছে জনপ্রিয় একটি উইন্ডোজ এর নাম। কিন্তু উইন্ডোজ এইট ব্যবহার করতে গিয়ে নতুন নতুন অনেকেই বিভিন্ন সমস্যার সম্মূখীন হচ্ছে। আর এসব সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা Microsoft .NET Framework ইনষ্টল করা। আমরা অনেকেই হয়ত জানি যে, উইন্ডোজ এ বিভিন্ন সফটওয়্যার অথবা গেমস্ সেটাপ দিতে গেলে Microsoft .NET Framework এর প্রয়োজন পড়ে। কিন্তু উইন্ডোজ এইটে Microsoft .NET Framework ইনষ্টল করতে সমস্যা হয় যার কারনে Microsoft .NET Framework এর প্রয়োজন হয় এমন সব সফটওয়্যার এবং গেমস্ চালানো সম্ভব হয় না। আমি এখন আপনাদের এই সমস্যার খুব সহজ একটি সমাধান দিচ্ছি। এর জন্য Microsoft .NET Framework ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে না। আপনি আপনার Windows 8 এর ডিভিডি থেকেই Microsoft .NET Framework 3.5 SP1 এনাবল করে নিতে পারবেন। তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
১. প্রথমে আপনার উইন্ডোজ এইট এর ডিভিডি টি কম্পিউটারে ঢুকান।
২. তারপর Search এ গিয়ে CMD লিখুন তাহলে Command Prompt আসবে।
৩. এবার Command Prompt এ রাইট ক্লিক করে “Run as Administrator” এ ক্লিক করুন।
৪. এখন নিচের কোডটি হুবহু টাইপ করুন অথবা কপি করে Command Prompt এর মধ্যে পেষ্ট করুনঃ
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:H:sourcessxs /LimitAccess
৫. খেয়াল করুন উপরে কোডটির ভিতরে এক জায়গায় H: লেখা আছে ওখানে আপনার সিডি ড্রাইভ এর লেটার লিখে দিবেন। মাই কম্পিউটারে গিয়ে সিডি ড্রাইভ লেটার দেখে নিন।
৬. এবার অপেক্ষা করুন ১০০% Complete হলেই Microsoft .NET Framework 3.5 SP1 আপনার কম্পিউটারে এনাবল হয়ে যাবে।
এখন থেকে আপনি Microsoft .NET Framework প্রয়োজন এমন সব কিছুই আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ এইটে এই ধরনের আরো কিছু সমস্যা রয়েছে। যেগুলো নিয়ে আমি আরও পোষ্ট করব। সময়ের অভাবে লিখতে পারি না। আর এই পোষ্টটি বুঝতে বা কাজ করতে কারো কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন। তবে কোডটি সিডি ড্রাইভ লেটার পরিবর্তন করে ঠিকভাবে লিখতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।
হুম ধন্যবাদ ভাই, অনেক দিন পরে আপনাকে ফিরে পেলাম। অনেক দরকারী পোষ্ট শেয়ার করলেন।
darun , kajer ebong bujlam , but screen short diya korle valo hoto,,,,,,
হুম আমিও একমত।
Simple post screenshot er proyojon mone korini. Tachara win 8 setup dewa nei. Tobuo screenshot joruri hole manage kore ditam. Thanks
no prob vai ,, apnakew dhonnobad