আসুন VLC Media player নিয়ে একটু মজা করি ( নতুন দের জন্য )
MD Aslam parvez | ১,৫৫০ বার পঠিত | ফেব্রুয়ারী ৪, ২০১৩ | টিপস্ এন্ড ট্রিকস্ | ৩ | ৪:৫৪ PM |
আল্লার নাম নিয়ে আজকের এই ছোট্ট পোস্ট শুরু করেছি । আজ আপনাদের দেখাব কিভাবে ভিডিও কে ASCII আর্টে রুপান্তরিত করবেন । কাজ টি একদম সোজা কাজ টি করার জন্য আমার নীচের টিপস গুল লক্ষ করুন ।
১) প্রথমে vlc ওপেন করুন এবং তাতে একটি ভিডিও অন করুন । নীচের চিত্রের মত >>

২ ) এবার Tools এ ক্লিক করুন তারপর Preferences এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >>
৩ ) এবার বাম পাশে Video তে ক্লিক করে ডানপাশ হেত Output(Display সেক্সনে) Color ASCII art video output হিসাবে সিলেক্ট করুন । তারপর Save এ ক্লিক করে বেরিয়ে আসুন । এবার একটি ভিডিও অন করুন , তারপর দেখুন মজা । নীচের চিত্রের মত >>
* আবার পুরনো অবস্থাই ফিরতে একই ভাবে Color ASCII art video output এর পরিবরতে Default করে দিন ব্যাস তা হলেই আগের অবস্থাই ফিরা যাবে । আমার এই পোস্ট টি থেকে কোন কিছু জানার নেই শুধু বন্ধুদের সাথেএকটু মজা করা যাবে এই র কি। আজকের মত এই পর্যন্ত —-
আল্লাহাফেজ
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
thanks bro nice akta post korar jonno
ধন্যবাদ ভাই।
apnader kaw onak dhonnobad vai