উইন্ডোজ ১০ এ আপগ্রেড করার পর থেকেই এর ব্যবহারকারীকে পড়তে হচ্ছে নিত্যনতুন সমস্যায়।যদিও এগুলো কোন সমস্যা নয়,মাইক্রোসফট তার বিভিন্ন ফিচার পরিবর্তনের কারনে এই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।এগুলোর রয়েছে সহজ কিছু সমাধান,তাই নিয়েই আজকের এ পোস্ট।
আপনি যদি সরাসরি উইন্ডোজ একটিভ করতে না পারেন তাহলে কে এম এস এক্টিভেটরের সাহায্যে শজেই এক্টিভ করে নিতে পারেন আপনার উইন্ডোজটি।
কে এম এস এক্টিভেটর ডাউনলোড করতে kms activator
২.বন্ধ করুন অটো আপডেট
- প্রথমে কম্পিউটার এর icon এ right click করে manage এ যান
- এর পর service এ ক্লিক করুন
- এখন নিচের দিক থেকে windows update খুজে বের করুন এবং ক্লিক করুন
- এখন start up type এ গিয়ে disabled করে stop এ ক্লিক করুন এবং prosessing হবার পর ok ক্লিক করুন
বন্ধ হয়ে গেল আপনার অটো আপডেট।
৩.বাংলা ফন্ট সমস্যা
- Control panel এ যান Language a Click করুন
- Add Language click করুন
- তারপর বাংলা তে ক্লিক করুন
- বাংলাদেশের জন্য বাংলা নির্বাচন করুন
- Language preference a click করুন
- বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করুন Option এ ক্লিক করুন
৪. ডিলেট করুন windows.old ফোল্ডার
- সি ড্রাইভে গিয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ এ ক্লিক করুন
- এবার ডিস্ক ক্লিন আপ এ ক্লিক করুন
- এবার অপেক্ষা করুন
- একটু পর দেখাবে আপনি কোন কোন ফোল্ডার ডিলেট করতে চান
- ঐখান থেকে windows.old ফোল্ডারটি সিলেক্ট করে ওকে করুন।
আরো কিছু সমস্যা এবং সমাধান নিয়ে আমরা হাজির হব পরবর্তী পর্বে।