অনেকেই কিছু দিন যাবৎ আমাকে মেসেজ করতেছে ভাই অনলাইনে ইনকাম করতে চাই, ওয়েব ডিজাইন/ডেভলপমেন্ট শিখতে চাই, আমি বাংলাদেশের বড় বড় কিছু ট্রেনিং সেন্টারকে রেফার করি, অনেকে সেখানে যায়, আবার অনেকে যায় না। আবার অনেকে দূরে গিয়ে শিখতে পারে না, তাই তাদের জন্য আমি চালু করতে যাচ্ছি অলাইনে শিখার ব্যবস্থা, আপনি আপনার বাসায় থেকেই skype এর মাধ্যমে ক্লাস করতে পারবেন।
যারা Web Design শিখতে চান কিন্তু কোন লাইন/রাস্তা পাচ্ছেন না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন Md Abul Bashar , মোটামুটি ১০ হলেই অনলাইনে আপনাদের নিয়ে একটি Web Design এর কোর্স করাবো, তবে কিছু চার্জ লাগবে, কারন ফ্রি জিনিস বাঙ্গালী মূল্যায়ন করে না। কোর্স করতে চাইলে মেসেজ করুন।
১. ক্লাস হবে skype তে স্ক্রীনশেয়ারের মাধ্যমে।
২. ক্লাসের ভিডিও টিউটোরিয়াল হবে, যা আপনি ক্লাস টাইমে উপস্থিত না থাকতে পারলেও পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন।
৩. ক্লাস হবে সপ্তাহে দুই দিন।
৪. শিখানো হবে HTML, CSS, jQuery (Basic), PSD to HTML, Bootstrap etc.
৫. চার্জ: প্রথম ৫ জনের জন্য ৪০০০ টাকা, পবর্তীদের জন্য ৫০০০ টাকা।
শিখতে হলে যা থাকতে এবং জানতে হবে:
১. পিসি/ল্যাপটপ থাকতে হবে।
২. সচল ইন্টারনেট কানেক্টশন থাকতে হবে।
৩. কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে সাধারন জ্ঞান/ব্যবহার অভিজ্ঞতা থাকতে হবে।
পরবর্তীতে WordPress Development কোর্স চালু করবো যদি এটার ভালো সারা পাওয়া যায়।
কারো কোন প্রশ্ন থাকলে মেসেজ করতে পারেন।
অনেক ভাল লিখেছেন, আশাকরি আপনার পোষ্টি পড়ে সবাই উপকৃত হবে। বিভিন্ন রোগ সর্ম্পকে জানতে ভিজিট করুন http://alldiseaseinfo.com