বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছে। আমার আজকের টিউনে আমি মজার একটা হোয়াটসঅ্যাপ টিপস শেয়ার করব। অনেক মজার একটা টিপস।

মানে আমরা সবাই কমবেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। যখন আমরা হোয়াটস অ্যাপ ব্যবহার করি এবং কারো সাথে চ্যাট করি তখন আমরা বিভিন্ন স্টিকার দিয়ে থাকি। আমি আজকে এমন একটা জিনিস দেখাবো যেটার মাধ্যমে আপনি নিজেই স্টিকার বানিয়ে সববাইকে দিতে পারবেন।

আর দেরি না করে চলুন শুরু করি। সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস টির নাম হল স্টিকার মেকার। প্লে স্টোরে সার্চ করলে আপনি তো পেয়ে যাবেন। তা তোর এটি ইন্সটল করে নিন। করা হয়ে গেলে অ্যাপস টি ওপেন করুন। এখানে ক্রিয়েট স্টিকার একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনি একটা বক্স পাবেন সেখানে নাম দিয়ে ক্রিয়েট এ ক্লিক করুন। এরপর দেখবেন আপনার প্যাকটি তৈরি হয়ে গেল এবং এটাতে ঢুকুন। এটাতে ঢুকে দেখবেন আপনি স্টিকার বানানোর জন্য অনেকগুলো ইমেজ অপশন পাবেন। আপনার পছন্দের জিনিস গুলো সিলেক্ট করে দিন। মনে রাখবেন আপনাকে কমপক্ষে তিনটি স্টিকার বানাতে হবে। এরপর নিচে এড টু হোয়াটস অ্যাপ এ ক্লিক করুন। এবার আপনি আপনার হোয়াটসঅ্যাপে লগইন করুন। কাউকে এসএমএস করার জন্য আপনি মেসেজ বক্সে যান। এবার ইমোজিতে যান। এখানে আপনি আপনার তৈরি করা স্টিকার প্যাক টি দেখতে পাবেন। এবার আপনি স্টিকার গুলো আপনার পছন্দের মানুষদের পাঠান। এভাবেই আপনি খুব সহজে নিজের স্টিকার বানিয়ে হোয়াটসঅ্যাপে বন্ধুদের পাঠাতে পারবেন।

এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে। আপনার যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিও টি নিচে দেওয়া হল।


হোয়াটসঅ্যাপ স্টিকার বানিয়ে নিন ছবি দিয়ে

এই টিপসটি যদি আপনার ভাল লাগে এবং এমন আরো টিপস পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এতে আপনি উপকৃত হবেন। তাহলে দেরি না করে ভিডিওটি দেখে নিন।

আমার চ্যানেল লিংকঃAndroiD PoribaR