PTC সাইটের কথা শুনলে আমরা অনেকে কাজ করতে চাইনা । কিন্তু আপনি একটু চেষ্টা করলে প্রতিদিন ৫ $ আয় করতে পারেন ।
আমরা অনেকে জানি Probux, Neobux , Fusebux এগুলো কোনো স্কাম সাইট নয় । তো আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে প্রতিদিন ২০ মিনিট কাজ করে Probux থেকে ৫ $ আয় করতে হয় । তাহলে শুরু করা যাক –
প্রথমে Probux.com থেকে অ্যাকাউন্ট খুলে নিন ।
এরপর Email confirm করতে বললে কনফার্ম করে নিন । তারপর লগইন করুন । এরপর নিচের চিত্রের মত Veiw ads এ ক্লিক করুন ।
বিঃদ্রঃ Android User যারা তারা Dolphin Browser ব্যবহার করবেন এবং setting»user agent এ গিয়ে Desktop মোড দিয়ে নিবেন ।
একটি এডে ক্লিক করে এটি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । এরপর নিচের চিত্রের মত Advertisement validated! You’ve just been credited লেখাটি দেখালে বুঝবেন আপনার একাউন্টে টাকা জমা হয়েছে ।
এভাবে প্রতিটি এডে ক্লিক করলে আয় হবে ০.০৬ $
তবে শেষের দিকে যে চারটি Fixed Advertisements এড দেয় সেগুলো অবশ্যই দেখবেন। এগুলো না দেখলে আপনি রেফারেল থেকে কোনো আয় পাবেন না ।
এভাবে প্রতিদিন কাজ করে যান । দশদিন পর আপনার একাউন্টে যখন ০.৬০ $ জমা হবে তখন ৩ জন রেন্ট রেফারেল কিনুন।
এ ৩ জন রেফারেল যদি প্রতিদিন চারটি করে এডে ক্লিক করে তাহলে আপনার আয় হবে
৩ x ৪ x ০.০০৫ = ০.০৬ $ + আপনার আয়
এভাবে যত রেফারেল কিনবেন তত আয় বেশী হবে ।যদি ৫০ জন রেন্ট রেফারেল হয় মাসে আয় হবে
৫০ x ৪ x ০.০০৫ x ৩০= ৩০ $ + আপনার আয়
এভাবে আয় করে যান যতদিন না ৮০ $ হয় । ৮০ $ দিয়ে আপনার একাউন্ট আপগ্রেড করে নিন । অর্থাং Golden Member হয়ে যান তাহলে আপনার আয় আগের থেকে দ্বিগুন হবে ।আপনার রেন্ট রেফারেলের প্রতি ক্লিক থেকে আয় হবে তখন ০.০১ $ ।
আপনার যদি ১০০ জন রেন্ট রেফারেল থাকে তাহলে আপনার আয় হবে ১০০ x ০.০১ x ৪ x ৩০=১২০ ডলার + আপনার আয়
অর্থাং প্রতিদিন ৪ ডলার ।
এভাবে আপনি যদি ধৈর্য্য ধরে নিয়মিত কাজ করেন তাহলে সফল হতে পারবেন । আর এছাড়াও টাস্ক করে প্রতিদিন ১-২ $ আয় করতে পারেন ।
টাকা উঠাতে পারবেন PAYZA এর মাধ্যমে ।
boss, ami jokhon probux er add e click kori tokhon amake bole another user using your ip address last 24 hours…. eta problem ta solve korbo kivabe…..please ektu janaben…
আমার মতে এই গুলো না করে ফ্রিল্যান্সিং শিখুন কাজে আসবে, টাকাও ভালোই কামাতে পারবেন, এবং তাতে কষ্টও কম হবে এই সকল ঝামেলার থেকে, তাই এই ধরনের পিটিসি সাইটের কাজ ছেড়ে দিয়ে সঠিক কাজ শিখুন।