আপনি কি gif image বানাতে পারেন?
আসসলামু আলাইকুম। কেমন আছেন সবাই আশা করি ভাল। আজ আমি আপনাদের জানাব কিভাবে gif image বানানো যায়। এ জন্য প্রথমেই নিচের লিঙ্ক থেকে সফটা download করে নিনঃ
তারপর সফটা সেটআপ দিয়ে রান করুন।
তারপর নিচের মত আসবেঃ
এখন Activate বাটুনে কিল্ক করে কি দিয়ে সফটা একটিভ করুন। তারপর নিচের মত আসবেঃ
তারপর এখান থেকে create new animation এ ক্লিক করুন। তারপর নিচের মত আসবেঃ
তারপর এখন থেকে Add image বাটুনে ক্লিক করে যত ইচ্ছা image নিন।
তারপর next এ ক্লিক করুন। তারপর নিচের মত আসবেঃ
তারপর এখান থেকে সময়, স্পিড ঠিক করে next বাটুনে ক্লিক করুন। তারপর নিচের মত আসবেঃ
এখান থেকে image resize করতে পারবেন। তারপর next বাটুনে ক্লিক করুন। তারপর finish বাটুনে ক্লিক করুন। তারপর নিচের মত আসবেঃ
তারপর save করুন তাহলেই হয়ে যাবে। এখন আপনার ইচ্ছামত gif image বানান।
ধন্যবাদ।