ব্লগারদের জন্য সুন্দর একটি SEO চেকার টুল !!
MD Aslam parvez | ১,৯২৩ বার পঠিত | অগাস্ট ২৩, ২০১৪ | এস ই ও | ২ | ৭:৪৬ AM |
বন্ধু আজকে আমি আপনাদের জন্য দারুন একটি এসইও ( SEO ) টুল নিয়ে এলাম । আমার যারা ব্লগিং করি তারা সবাই জানি একটা ব্লগের জন্য এসইও SEO কতটা জরুরি তাই আজকের এই টুল থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ব্লগ পোস্ট কেমন SEO হয়েছে । নিচের টুলটি ব্যবহার কর যানতে পারবেন আপনার ব্লগ টাইটেল কত characters হয়েছে । মনে রাখবেন গুগল ৫৫ থেকে ৬১ characters টাইটেল শো করে । তাই চেস্ট করবেন ৫৫ থেকে ৬১ অক্ষরের মধ্যে টাইটেল রাখতে এবং গুগল Search Description ১৫০ অক্ষর পর্যন্ত লিমট রেখেছে তাই আপানার Search Description ১৫০ এর মধ্যে রাখার চেস্ট করবেন । তাহলে আপনিও চেক করে নিন আপনার পোস্ট টাইটেল এবং Search Description কত অক্ষরের । এর জন্য নিচের বক্সে আপনার পোস্ট ULR বসিয়ে Count Characters বাটনে ক্লিক করুন । তাহলেই নিচে আপনার পোস্ট টাইটেল কত অক্ষরের সেটা শো করবে ।

☞ আজকে আমি যেহেতু আপনাদের আমার নতুন টুল এর সাথে পরিচয় করাব তাই এখানে টুলটি না দিয়ে আপনার আসল পেজ এর লিঙ্ক দিলাম সেখান থেকেই চেক করে নিন । এর জন্য নিচের বাটনে ক্লিক করুন ।
☞ উপরের লিঙ্কে ক্লিক করলেই একটি পেজ ওপেন হবে সেখানে ফাকা বক্সে আপনার টাইটেল Url বসিয়ে Count Characters বাটনে ক্লিক করুন । তাহলে নিচে রেজাল্ট পেয়ে যাবেন ।
☞ তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে এই রকম নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন । কোন সমস্যা হলে অবশ্যই যাবানে । পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । আল্লাহ্ হাফেজ । নিচে আপনার প্রথম ফল্লও বাটন দিলাম আমাকে ফল্লও করতে পারেন ফেসবুকে । ধন্যবাদ ।
সময় পেলে আমাদের ব্লগ থেকে ঘুরে আসুন → এসো বন্ধু । ব্লগার টিপস । পিসি টিপস ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
অসংখ্য ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য, এবং SEO বান্ধব টিউন করার জন্য। 😆
ধন্যবাদ আপনাকেও