বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ল্যান্ডফোন বা পিএসটিএন অপারেটর এটি। ২০০৫ সালে বেসরকারী খাতে দেশীয় এ ফোন কোম্পানীটি তাদের কার্যক্রম শুরু করে। মাঝে আইনগত জটিলতার কারণে কিছুদিন এটি বন্ধ থাকলেও এখন আবার কার্যত্রম শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রামে র্যাংকসটেলের কার্যক্রম শুরু হয়েছে এবং শীঘ্রই সিলেটেও এর সেবা চালু হওয়ার কথা আছে।
যোগাযোগ:
প্রধান কার্যালয়: ১১৭ / এ, পুরাতন বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, তেজগাঁও, ঢাকা – ১২১৫, বাংলাদেশ।
ওয়েবসাইট: http://www.rankstelecom.com
কলসেন্টার: ০৪৪ ৭০০০ ০১২১
ডাব্লিউপিএবিএক্স
গতানুগতিক পিএবিএক্স মেশিন ছাড়াই র্যাংকসটেল সংযোগে পিএবিএক্স সুবিধা পাওয়া সম্ভব। কেন্দ্রীয়ভাব র্যাংকসটেল এ ব্যবস্থা করে। গ্রাহককে কেবল ফোন সেট কিনতে হয় এজন্য। ১১ অংকের বা ডিজিটের ফোন নম্বরের সাথে ৩ বা ৪ ডিজিটের কোড যোগ করে এ পিএবিএক্স সুবিধা দেয়া হয়। অতিরিক্ত মাশুল দিয়ে যেকোন প্রতিষ্ঠান তার কর্মীদের স্বয়ংক্রিয় হাজিরার ব্যবস্থাও যোগ করতে পারে। এছাড়া র্যাংকসটেল ফোনকে ইন্টারকম হিসেবেও ব্যবহার করা যায়। ফোনগুলো ব্যাটারী চালিত হওয়ায় সবসময়ই ইন্টারকম ব্যবস্থা চালু থাকে।
প্যাকেজ
হোম ফোন
প্রিপেইড ও পোস্ট পেইড মিলিয়ে চার ধরনের প্যাকেজ রয়েছে। মোবাইল ফোনের মত কলার আইডি, মিসড কল এলার্ট, কল ফরোয়ার্ডিং ইত্যাদি সব সুবিধাই থাকে র্যাংকসটেল সংযোগে। এছাড়া র্যাংকসটেলের ফোনসেটগুলোয় ফোনবুক, স্পীকার ফোন, এসএমএস, কলকনফারেন্সিং ইত্যাদি সুবিধাও থাকে।
কথা পোস্ট পেইড প্যাকেজ
লোকাল ভয়েস কল |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
ফ্রি |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
০.৪০ টাকা |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৬৫ টাকা |
|
ভয়েস পালস |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
— |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
৬০ সেকেন্ড |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
৬০ সেকেন্ড |
|
এসএমএস ১৬০ ক্যারেক্টার |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
০.১৫ টাকা |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
— |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৩০ টাকা |
|
ভ্যাট প্রযোজ্য |
কথাবার্তা পোস্ট পেইড প্যাকেজ
প্যাকেজটি কথা পোস্ট পেইড প্যাকেজর মত হলেও তফাত হচ্ছে নির্ধারিত ফি এর মাধ্যমে অন নেট আনলিমিটেড এসএমএস সুবিধা থাকে এতে।
লোকাল ভয়েস কল |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
ফ্রি |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
০.৪০ টাকা |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৬৫ টাকা |
|
ভয়েস পালস |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
— |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
৬০ সেকেন্ড |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
৬০ সেকেন্ড |
|
এসএমএস ১৬০ ক্যারেক্টার |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
০.১৫ টাকা |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
— |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৩০ টাকা |
|
ভ্যাট প্রযোজ্য |
আস্থা পোস্ট পেইড প্যাকেজ
লোকাল ভয়েস কল |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
০.১০ টাকা |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
০.৪০ টাকা |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৬০ টাকা |
|
ভয়েস পালস |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
৬০ সেকেন্ড |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
৬০ সেকেন্ড |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
৬০ সেকেন্ড |
|
এসএমএস ১৬০ ক্যারেক্টার |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
০.১৫ টাকা |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
— |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৩০ টাকা |
|
ভ্যাট প্রযোজ্য |
নিখুঁত প্রিপেইড
লোকাল ভয়েস কল |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
০.১০ টাকা |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
০.৪০ টাকা |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৫০ টাকা |
|
ভয়েস পালস |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
৬০ সেকেন্ড |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
৬০ সেকেন্ড |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
৬০ সেকেন্ড |
|
এসএমএস ১৬০ ক্যারেক্টার |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
০.১৫ টাকা |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
— |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৩০ টাকা |
|
ভ্যাট প্রযোজ্য |
বিজনেস ফোন– নিখুঁত পিসিও
লোকাল ভয়েস কল |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
০.১০ টাকা |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
০.৪০ টাকা |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৫৫ টাকা |
|
ভয়েস পালস |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
৬০ সেকেন্ড |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
৬০ সেকেন্ড |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
১ সেকেন্ড |
|
এসএমএস ১৬০ ক্যারেক্টার |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
০.১৫ টাকা |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
— |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৩০ টাকা |
|
ভ্যাট প্রযোজ্য |
কর্পোরেট ফোন– কথা কর্পোরেট
লোকাল ভয়েস কল |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
ফ্রি |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
০.৪০ টাকা |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৬৫ টাকা |
|
ভয়েস পালস |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
— |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
৬০ সেকেন্ড |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
৬০ সেকেন্ড |
|
এসএমএস ১৬০ ক্যারেক্টার |
র্যাংকসটেল থেকে র্যাংকসটেল |
০.১৫ টাকা |
র্যাংকসটেল থেকে বিটিসিএল/আইপিএসটিপি |
— |
|
র্যাংকসটেল থেকে মোবাইল ফোন |
০.৩০ টাকা |
|
ভ্যাট প্রযোজ্য |
বিল দেয়া:
মোবাইল ফোনের মতই র্যাংকসটেল আউটলেটে গিয়ে পোস্ট পেইড এবং প্রিপেইড গ্রাহকগণ ৫ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারেন বা বিল দিতে পারেন।
সংযোগ নিতে:
যেকোন কাস্টমার কেয়ার সেন্টার থেকে সংযোগ নেয়া যেতে পারে।
দেশের অন্যান্য মোবাইল অপারেটরদের সম্পর্কে জানুন
* এয়ারটেল
* সিটিসেল
* রবি
* টেলিটক
ধন্যবাদ শেয়ার করার অনেক সুন্দার এবং গুরুত্ব পূণ্য তথ্য শেয়ার করেছেন। কিন্তু এটা কি পটুয়াখালীতে পাওয়া যাবে? আমাদের পটুয়াখালীতে মনে হয় কোন অফিস নেই, এটা কি যে কোন কাষ্টমার কেয়ার থেকেই পাওয়া যাবে? নাকি শুদু তাদের কাষ্টমার কেয়ার থেকে নিতে হবে? 🙁