কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

প্রশ্নঃ  প্রজননক্ষম মাছকে কি ইনজেকশন দেওয়া হয়?

উত্তরঃ হরমোন ইনজেকশন।

প্রশ্নঃ  ধানী পোনার দৈর্ঘ্য কত?

উত্তরঃ ১৫ মিলিমিটার।

প্রশ্নঃ  চারা পোনার দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৫-১৫ সে.মি।

প্রশ্নঃ  হেলেঞ্চা কি জাতীয় উদ্ভিদ?

উত্তরঃ লতানো উদ্ভিদ।

প্রশ্নঃ  পুকুরে মাছ প্রয়োগ কখন করতে হয়?

উত্তরঃ চুন প্রয়োগের পরে।

প্রশ্নঃ  সেক্কি ডিস্ক কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ পানির স্বচ্ছতা মাপার জন্য।

প্রশ্নঃ  চুন প্রয়োগ করার উত্তম সময় কখন?

উত্তরঃ সার দেওয়ার এক সপ্তাহ পূর্বে।

প্রশ্নঃ  পুকুরে শতাংশ প্রতি কতটুকু চুন ব্যবহার করা হয়?

উত্তরঃ ১ কেজি।

প্রশ্নঃ  মৎস্য সংরক্ষণ আইন কখন প্রবর্তিত হয়?

উত্তরঃ ১৯৫০ সালে।

প্রশ্নঃ  বেহুন্দি জালের ফাঁস কত?

উত্তরঃ ৩০ সে.মি।