কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ ডিম পোনা ও রেনু পোনার সংগৃহিত জালের নাম কি?
উত্তরঃ বেহুন্দিজাল।
প্রশ্নঃ বেহুন্দিজাল দেখতে কেমন?
উত্তরঃ ধুতরা ফুলের মত।
প্রশ্নঃ কার্পিও মাছের ডিম ফোটানো এবং প্রতিপালন করা হয় কোন মৌসুমে?
উত্তরঃ বোরো মৌসুমে।
প্রশ্নঃ ডিম হতে রেনু বের হবার কতদিন পর খাবার দিতে হয়?
উত্তরঃ ৩ দিন পর।
প্রশ্নঃ প্রতি বিঘায় কত কেজি প্রজনন মাছ মজুদ করা হয়?
উত্তরঃ ২৫০-৩০০ কেজি।
প্রশ্নঃ প্রজননক্ষম মাছের পুকুরের গভীরতা কত হওয়া উচিত?
উত্তরঃ ৮-১০ ফুট।
প্রশ্নঃ প্রজননক্ষম মাছের খাদ্যে শতকরা খৈলের পরিমাণ কত?
উত্তরঃ ৩০%।
প্রশ্নঃ প্রজননক্ষম পুরুষ মাছের কি অমসৃণ থাকে?
উত্তরঃ বক্ষ পাখনা।
প্রশ্নঃ প্রজননক্ষম স্ত্রী মাছের জননছিদ্র কি বর্ণের?
উত্তরঃ গোলাপী রঙের।
প্রশ্নঃ রুই জাতীয় মাছের প্রণোদিত প্রজননের উপযুক্ত সময় কখন?
উত্তরঃ মে মাসের মাঝামাঝি হতে জুন জুলাই মাস।