সকল পোষ্ট এক সাথে দেখতে এখানে ক্লিক করুন।
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আজ একটা ট্রিক্স দিব আপনার website এর speed বাড়ানার জন্য । এই টা 100% পরীক্ষিত।এইটার কাজ আপনার website এর content গুলিকে compresse করা । আমাদের সাইট এইটা করার আগে 1.5 mb লোড নিত ।তারপর এই কাজ টা করার পর লোড নেয় 1.1 mb । তাহলে আমার আরো 400kb লোড কমল ।তার মানে সাইট আগের থেকে অনেক ফাস্ট হয়েছে ।
এইটার জন্য ছোট একটা কাজ করতে হবে ।
আপনার cpanel এ ডুকে file-manager এ ক্লিক করে public-html এ যান (বি:দ্র: হিডেন folder show
দিবেন ) ।
cpanel
তারপর সেখানে .htaccess নামে একটা ফাইল আছে ওইটা প্রথমে বেকআপ নেন । তারপর ওই ফাইল টা তে MOUSE একবার ক্লিক করে cpanel এর উপরের মেনু থেকে Edit এ ক্লিক করুন । নিচের চিত্র দেখুন ।
cpanel site speed
Edit ফাইল খুলার পর কিছু কোড দেখতে পাবেন ।তারপর নিচের কোড টা সবার নিচে Add করে দেন ।
তারপর save changes এ ক্লিক করেন ।
# compress text, html, javascript, css, xml:
AddOutputFilterByType DEFLATE text/plain
AddOutputFilterByType DEFLATE text/html
AddOutputFilterByType DEFLATE text/xml
AddOutputFilterByType DEFLATE text/css
AddOutputFilterByType DEFLATE application/xml
AddOutputFilterByType DEFLATE application/xhtml+xml
AddOutputFilterByType DEFLATE application/rss+xml
AddOutputFilterByType DEFLATE application/javascript
AddOutputFilterByType DEFLATE application/x-javascript
# Or, compress certain file types by extension:
<files *.html>
SetOutputFilter DEFLATE
</files>
cpanel site speed test
তারপর আপনার সাইট চেক করুন ।আর আমার মত সাইট চেক করার জন্য
tools.pingdom.com ব্যবহার করতে পারেন ।
বি:দ্র: যদি কোন Error আসে তাহলে সাথে সাথে আপনার .htaccess বেকাঅপ ফাইল টা upload করে দিবেন ।
সত্যিই অসাধারন পোস্ট ভাই চালিয়ে যান ।