অনলাইন আউটসোর্সিং এ সবচেয়ে জনপ্রিয়  পেশা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেনট । অনলাইন মার্কেট  এবং  লোকাল মার্কেট সব জায়গায় ওয়েব ডিজাইন অ্যান্ড

ডেভেলপার দের চাহিদা অনেক । তথ্য প্রযুক্তির অন্যতম জনপ্রিয় এবং আকর্ষণীয় কাজই হচ্ছে ওয়েব ডেভেলপমেনট  ।

প্রতিটি প্রতিষ্ঠান এখন ওয়েব সাইট ডেভেলপ করাচ্ছে । আর এই প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই বাড়ছে এর চাহিদা। আউটসোর্সিং এর কাজে ওয়েব

ডিজাইনের চাহিদা এখন খুবই বেশি। আর পেশা হিসেবে ওয়েব ডিজাইনারের আমাদের দেশে ও  রয়েছে চাকরির অনেক সুযোগ। এই সেক্টর এ অনেক

লোক দক্ষ বল প্রয়োজন।  আর এর দক্ষ ওয়েব ডেভেলপার প্রয়োজনীয়তা উপর নজর রেখে  ITSIAN  এর পক্ষ থেকে ফ্রি  ‘ওয়েব ডিজাইন

অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট’ কোর্স এর আয়োজন করা হয়েছে ।

৩মাস মাসব্যাপী এ প্রশিক্ষণটিতে শুধু বেসিক ওয়েব ডিজাইনই শেখানো হবে না। তার সাথে ফটোশপ পিএসডি , সিএএস Sডিজাইন, এhtml,css,Boostrape,js

রেসপনসিভ লেআউট, জাভাস্ক্রিপ্ট বেসিক এবং পিএসডি টু এইচটিএমএল কনভার্সন সহ পূর্ণ ওয়েব ডিজাইন শেখানো হবে। ওয়েব ডিজাইনের এ প্রশিক্ষণটি

সমাপ্ত করার পর যেকোন ওয়েবসাইট তৈরির কাজ তো করতে পারবেনই, পাশাপাশি ওয়েবসাইটের পিএসডি তৈরি, পিএসডি থেকে এইচটিএমএল

কনভার্সন, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি সংক্রান্ত কাজও করতে পারবেন।

শিক্ষার্থী যোগ্যতা ঃ

অবশ্যই H.S.C পাশ হতে হবে
পার্সোনাল কম্পিউটার থাকতে হবে
ইন্টারনেট থাকতে হবে
কম্পিউটার বেসিক জানা হবে
৪-৫ ঘণ্টা প্র্যাকটিস করার মন মানুষিকতা থাকতে হবে

আপনাদের শুভ কামনায়  ITSIAN OURSOURCING AND COMPUTER TRAINING

হটলাইনঃ ০১৭৭৮২০২১০৩/০১৮২৯৩৭৭৫৫৫
ঠিকানা: গোলাম শরিফ, মাকের্ট, এয়ারপোর্ট(হাজীক্যাম্প) আশকোনা বাজার, দক্ষিন-খান,ঢাকা,১২৩০
http://itsian.net. sells@itsian.net