আজকাল ফেসবুকের গুরুত্ব বেড়েই চলছে। অনেকেই দিনের বেশির ভাগ সময় কাটিয়ে দেন ফেসবুকে। নিজের ফেসবুক আইডির নিরাপত্তা নিয়ে আপনি কি উদ্বিগ্ন? কীভাবে নিজের ফেসবুক প্রোফাইলকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাবেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। চাইলেই আপনি আপনার ফেসবুক আইডিকে রাখতে পারেন সুরক্ষিত।

১। অবশ্যই শক্ত পাসওয়ার্ড ব্যাবহার করুন। এক্ষেত্রে বর্ণ এবং সংখ্যা একত্রে ব্যবহার করুন।

২। শুধুমাত্র ফেসবুকের সাইট থেকে ফেসবুকে লগ অন করুন। এমনিতে বা লোভে পড়ে অন্য কোন সাইট থেকে ফেসবুকে লগ অন করলে বিপদে পড়তে পারেন।

৩। ফেসবুকের কোন অ্যাপ বা গেইম ব্যাবহার করতে গেলে যদি ইমেইল বা পাসওয়ার্ড চায় অবশ্যই সেই অ্যাপ বা গেইম এড়িয়ে চলুন।
৪. বাড়িতে বা অফিসে নিজের কম্পিউটারে ফেসবুক প্রোফাইল খুলে রেখে কোথাও যাবেন না। অবশ্যই লগ আউট করে তবেই নিজের সিস্টেম ছেড়ে উঠবেন। আপনারই কোনও সহকর্মী আপনার অ্যাকাউন্টকে নানা কু-কাজে ব্যবহার করতে পারে যা আপনি জানতেও পারবেন না।

৫. বাড়ির বা অফিসের কম্পিউটারকে সবসময় অ্যান্টি ভাইরাস দিয়ে স্ক্যান করান। অ্যান্টি ভাইরাস আপডেট করুন।

৬. ‘বাড়িতে একা রয়েছি’-জাতীয় পোস্ট করবেন না কখনই।

৭. নিজের মোবাইল-সহ অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসকে সিকিওর রাখুন। নিজের মোবাইল ফোন অন্যের হাতে দেবেন না। ফেসবুকে লগ ইন করে যে কোনও অ্যাপস ব্যবহার করার পর অবশ্যই লগ আউট করবেন।

৮. ছেলেমেয়েদের বয়স অন্তত ১৩ না হলে ফেসবুক প্রোফাইল না খোলাই ভালো।

 

এরপরে ও আপনাদের এই ব্যাপারে হেল্প লাগবে আমার ফেসবুক/-টুইটার/-আমার ফ্রি প্রিমিয়াম থীমের ডাওনলোডের ব্লগ