সম্প্রতি দাম কমেছে ওয়ালটন এর প্রিমো জি৮আই স্মার্টফোনের।  যেখানে আগে এর দাম ছিল ৬৩৯৯ টাকা।  সেখানে এখন এর দাম মাত্র ৬১৯৯ টাকা।  প্রিমো জি৮ আই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে লাইট ব্লু (হালকা নীল) এবং ব্ল্যাক কালারে।

দেখার প্রশান্তির জন্য ওয়ালটন এর অন্যসব ফোন এর মতই এই স্মার্টফোনটির ডিসপ্লেও ১৮ঃ৯ রেসিও সম্পন্ন ফুলভিউ আইপিএস প্যনেল ডিসপ্লে।  ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। আর সম্পূর্ণ সিস্টেমকে ব্যাকআপ দিবে একটি ডিডিআর৩ – ২ জিবি র‍্যাম।  ডিভাইসটির রিয়ার প্যানেলে আছে অটো ফোকাস সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল বিএসআই সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা।  ফ্রন্ট প্যানেলে সেলফি তোলার জন্য পাওয়া যাবে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা।  ডিভাইসটি বাজারে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এর সাম্প্রতিকতম ভার্সন ৮.১ অরিও অপারেটিং সিস্টেম এর সাথে।

একনজরে প্রিমো জি৮ আই  ডিভাইসটিঃ

  • অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম
  • ৫.৩৪ ইঞ্চি ১৮ঃ৯ রেসিও সম্পন্ন ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
  • ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ২জিবি র‍্যাম, ১৬ জিবি রম
  • ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২২৫০ এমএএইচ ব্যাটারি

এই স্মার্টফোনটি আপনি অনলাইনে অর্ডার করতে বা এর সম্পর্কে বিস্তারিত স্পেসিফিকেশন জানতে এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।