সবাই ভালো আছেন আশা করছি
আমরা সবাই বিটকয়েন এর সাথে মোটামুটি পরিচিত বিটকয়েন ছাড়াও এ রকম অনেক ডিজিটাল মুদ্রা আছে। এর মধ্যে বেশ পরিচিত ইথেরিয়াম, লাইটকয়েন, রিপল কয়েন ইত্যাদি। তবে সবচেয়ে পরিচিত হলো বিটকয়েন । বন্ধুরা আজ আমরা খুব সহজে কিভাবে ফ্রীতে রিপল কয়েন আয় করতে পারি তা নিয়ে আলোচনা করবো ।
প্রথমে অ্যাকাউন্ট খুলতে হলে এখানে click করুন
আপনার ইমেইল এবং মনমতো পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পুরন করে সাইন আপ এ ক্লিক করুন। আপনার ইমেইল এ কোন ভেরিফাই মেইল গেলে
সেটাতে ক্লিক করে মেইল ভেরিফাই করুন
তারপর অ্যাকাউন্ট লগইন করুন কাজ খুবই সহজ
প্রতি ঘণ্টায় ক্যাপচা পুরন করে রোল বাটন এ ক্লিক
করা প্রতি বার বেশ কিছু রিপল সাতোশি পাবেন বা আপ টু ৩০০$ রিপল পেতে পারেন। রেফারেল করে আয় বারাতে খুবই ভালো রেফারেল কমিশন দেয়
রেফারেল কমিশন ৫০% আপনার বন্ধুদের মাঝে আপনার রেফারেল লিংক শেয়ার করতে পারেন । রেফারেল প্রোগামে ক্লিক করে আপনার রেফারেল লিংক টি সংগ্রহ করতে পারেন ।
মিনিমাম উইথড্র ১ টি রিপল কয়েন হলেই আপনার ওয়ালেটে উইথড্র দিতে পারবেন সাইটটি লিজিট সাইট নিশ্চিন্তে এখান থেকে ফ্রিতে রিপল কয়েন আয় করতে পারবেন ।
বিদ্রঃ লিখায় ভুল থাকা টা স্বাভাবিক দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।