ওয়াইফাইকে পেছনে ফেলতে নতুন করে আসছে আলো বা লাইট নির্ভর মাধ্যম লাইফাই। ‘লাইফাই’ শব্দটি প্রথম প্রযুক্তি পরিবারে নিয়ে আসেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারাল্ড হাস। কল্পনাকে হার মানিয়ে এলইডি লাইটের মাধ্যমে কাজ করা লাইফাই এনে দেবে দ্রুত গতির ইন্টারনেট সুবিধা। বিশেষ করে বাড়ি কিংবা অফিসের মতো জায়গায় ওয়াইফাইয়ের চমৎকার বিকল্প হিসেবে কাজ করবে এই মাধ্যম। লাইফাই ইন্টারনেট সংযোগের মূল কাজটি করবে লাইট। ভালো মানের একটি এলইডি বাল্বই এমন সংযোগ স্থাপনের জন্য যথেষ্ট। সঙ্গে লাগবে ইন্টারনেট সংযোগ ও একটি ফটো ডিটেক্টর। আলোক প্রক্ষেপণের মাধ্যমে প্রচলিত ওয়াই-ফাইয়ের চেয়ে ১’শ গুণ বেশি গতিতে কাজ করবে লাইফাই। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১ গিগাবাইট পর্যন্ত গতি এনে দিতে পারবে লাইফাই।