বাংলালিংকে বিকাশের মাধ্যমে রিচার্জে ১০০% বোনাস অফার। সকল প্রকার বাংলালিঙ্ক গ্রাহকদের (প্রিপেইড পোস্টপেইড) জন্য আকর্ষনীয় অফার। এখন বিকাশের মাধ্যমে কমপক্ষে ৩৫ টাকা রিচার্জে পাচ্ছেন ১০০% বোনাস অফার। যার মধ্যে থাকছে ৫০% টকটাইম এবং বাকি ৫০% ইন্টারনেট। আর মেইন অ্যাকাউন্টে রিচার্জ কৃত ব্যলেন্স তো থাকছেই। নানা রকম বিভ্রান্তি এড়াতে নিচের পয়েন্টস গুলি ভালো ভাবে পড়ুন।

বাংলালিংকে বিকাশের মাধ্যমে রিচার্জে ১০০% বোনাস অফার
কিভাবে এক্টিভেট করবেন?

অফার টি এক্টিভেট করতে বিকাশ থেকে শুধু মাত্র ৫০ টাকা রিচার্জ করতে হবে। অফারটি পেতে হলে অন্তত দিন সময় লাগতে পারে। সেক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই।

ব্যবহারের সময় সীমা কত?

আপনি সর্বোচ্চ দিন ব্যবহার করতে পারবেন। এর মধ্যে টকটাইম ব্যবহারের সময় দিন রাত ২৪ ঘন্টা কিন্তু ইন্টারনেট ব্যবহারের সময়
2am – 2pm. ভুলেও সময়কে অগ্রাহ্য করবেন না এতে টাকা কেটে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যবহারের নিয়ম নীতি গুলি কি কি?

টকটাইম শুধু মাত্র বাংলালিঙ্ক হতে বাংলালিঙ্কে ব্যবহার করা যাবে কিন্তু ইন্টারনেট ব্যলেন্স আপনি সকল ওয়েবসাইট এবং নির্দিষ্ট সময়সীমা অনুসারে ব্যবহার করতে পারবেন।

কিভাবে ব্যলেন্স চেক করবন?

টকটাইম ব্যলেন্স চেক করতে ডায়াল করুন *124*12# এবং ইন্টারনেট ব্যলেন্স চেক করতে ডায়াল করুন *124*994#। (টোল ফ্রি)

বাকি বিষয় সমূহঃ-

অফার চলাকালীন সময়ে সর্বোচচ ৫ বার ব্যবহার করা যাবে।

টিপসটি প্রদান করেছে Teleinfo24.com