আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। আপনারা হয়ত আমাকে ভূলেই গেছেন। কারণ অনেকদিন পর টিউন লিখতে এলাম। ব্যাস্ত সময় যাচ্ছিল অনেকদিন ধরেই। সময় বের করতে পারছিলাম নাম। কিন্তু এখন মুটামুটি ফ্রি। অও একটা কথা লিখতে ভূলেই গেছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। যাই হোক, আমি আগে শুধু এন্ড্রয়েড গেম/এপ নিয়ে টিউন করতাম। কিন্তু আমি ভাবছি এখন থেকে অন্য কিছু নিয়ে টিউন করব। এই ধরুন সিম অফার এবং অন্নান্য টেকনোলজি নিয়ে। আপনাদের সাড়া পেলে চেইন টিউন করব। এবার কাজের কথায় আসি। আজ আমি টিউন করব টেলিটকের একটি ইন্টারনেট অফার নিয়ে।
এই ঈদ উপলক্ষে টেলিটক চালু করেছে দারূন এক ইন্টারনেট অফার।এখন টেলিটক গ্রাহকরা পাচ্ছেন মাত্র ৫০টাকায় 1GB ইন্টারনেট আর মাত্র ৯৯টাকায় 3GB।
অফারটি ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে ১৬ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত।
৫০টাকায় ১GB ইন্টারনেট অফার
টেলিটকের সকল গ্রাহক এই অফার উপভোগ করতে পারবেন।
টেলিটকে ১জিবি ৫০ টাকা, মেয়াদঃ ৭দিন
টেলিটক প্রিপেইড গ্রাহকদের ১ জিবি ৫০ টাকায় নিতে
write E1 and send sms to 111
টেলেটক পোষ্ট-পেইড গ্রাহকদের ১জিবি ৫০টাকায় নিতে
write EF1 and send sms to 111
৫০ টাকায় ১ জিবি চলবে ২৪ ঘন্টা
ডাটা চেক করতে লিখুন ‘ u ‘ and send
SMS to 111.
5%SD + 15%VAT + 1%SC প্রজোয্য
৯৯ টাকায় 3GB ইন্টারনেট অফার
টেলিটকের সকল গ্রাহক এই অফার উপভোগ করতে পারবেন।
টেলিটকে ৩জিবি ৯৯ টাকা, মেয়াদঃ ৭দিন
To active teletalk 3GB @ 99tk prepaid users
recharge 99tk
To active teletalk 1GB @ 50tk postpaid users
recharge 99tk
1GB ইন্টারনেট ব্যাবহার করা যাবে 24 ঘন্টা এবং বাকি ২জিবি ইন্টারনেট ব্যাবহার করা যাবে (12am to 12PM)
ডাটা চেক করতে লিখুন ‘ u ‘ and send
SMS to 111.
5%SD + 15%VAT + 1%SC প্রজোয্য
আশা করি টিউনটি আপনাদের ভালো লেগেছে। সময় পেলে আমার সাইট Runbd24.Com থেকে একবার ঘুরে আসবেন। আমার সাইটে সকল সিমের অফার সমূহ পাবেন। ধন্যবাদ