আসসালামু-আলাইকুম আশাকরি আপনারা সবাই ভাল আছেন? আমিও আল্লাহ্র রহমতে ভালই আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্রামীণফোনে ২০ মেগাবাইট ইন্টারনেট পাবেন? গ্রামীণফোন ইন্টারনেটে বেশি অফার দিয়ে থাকে। আর আমি চেষ্টা করি এই ফ্রি অফারগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সব অপারেটরে কিছু না কিছু অফার দিয়ে থাকে তারপর গ্রামীণফোনে একটু বেশি অফার দেয়। আর গ্রামীণ ফোনে একটি জিনিস আমার কাছে ভালো লাগে সেটি তাদের মেগাবাইটে মেয়াদ বাড়ানো যায়। আর গ্রামীণফোনে ইন্টারনেট স্পিডটা মোটামুটি খুবই ভালো। তাই আমার কাছে ভালো লাগে।
বন্ধুগণ আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণফোনে ২০ মেগাবাইট ফ্রি পাবেন। আর একটি কথা আমার এই পোষ্টটি কিন্তু শেষ না, পরবর্তীতে অন্য কোন অপারেটরের অফার নিয়ে হাজির হবো। অথবা গ্রামীণফোনে যদি নতুন কোন অফার থাকে তাহলেও আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন ।
জিপি তে আবারো নিয়ে নিন ২০ এমবি ফ্রি। নিতে_
ডায়াল করুন: *৫০০০*১৬৮#
মেয়াদ: ২ দিন।
ঘুরে আসুন- www.techspot.com.bd