বর্তমান বন্ধ সিমের অফারে মাত্র ৯/২৯ টাকা রির্চাজেই সারা দিনব্যাপী প্রতি সেকেন্ড রবি থেকে রবি ০.৫ পয়সা/সেক এবং রবি থেকে অন্য অপারেটর মাত্র ১ পয়সা/সেক কল রেট উপভোগের আকর্ষণীয় সুবিধা। 9 টাঁকা রিচার্জ এ মেয়াদ পাচ্ছেন ১০ দিন এবং ২৯ টাঁকা রিচার্জ এ মেয়াদ পাচ্ছেন ৩০ দিন। ৯ (৩% সম্পূরক শুল্ক এবং ১৫% ভ্যাট সহ মূল্য ১০.৬৬টাকা) টাঁকা অথবা ২৯ টাঁকা (৩% সম্পূরক শুল্ক এবং ১৫% ভ্যাট সহ মূল্য ৩৪.৩৫ টাকা) রিচার্জ না করলে কল রেট হবে ১৮পয়সা/১০ সেকেন্ড এবং প্রতি এসএমএস চার্জ হবে ৫০ পয়সা। বর্তমান বন্ধ সিমের অফারটি ২২ শে জানুয়ারি ২০১৬ থেকে শুরু হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে।
১জিবি প্যাকঃ
1 GB ইন্টারনেট ডাটা যার মেয়াদ থাকবে 7 দিন। এই প্যাকটি নেওয়ার জন্য ডায়াল করুন *8666*090# কোডটি। এই 1 GB ইন্টারনেট ডাটা ব্যবহার করা যাবে রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত। আপনি প্যাকটি 7 দিনে শুধুমাত্র 1 বার কিনতে পারবেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনি প্যাকটি আবার কিনতে পারবেন। ডাটা ব্যালান্স চেক করার জন্য ডায়াল করুন *8444*88# কোডটি।
৩ জিবি ডাটা পাবার আকর্ষণীয় সুযোগঃ
যদি আপনি বন্ধ সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে থাকেন এবং সাথে 9/29 টাকা রিচার্জে করে মাসিক মিনিমাম 20 টাকা খরচ করেন। এই 3 GB ডাটা প্যাক আপনাকে 3 মাসে সমানভাবে (1 GB প্রতি মাস) দেওয়া হবে। প্রতি বার 1 GB এর মেয়াদ হবে 10 দিন। এবং এই 1 GB ইন্টারনেট ডাটা ব্যবহার করা যাবে রাত 12 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত। এই অফার ১বার মিস করলে আর পাওয়া যাবে না। প্রথমবার সিম রি-এক্টিভেশন করে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে ৯/২৯ টাকা রিফিল করার পর পাবেন ১জিবি, তারপর ৩০দিনের মধ্যে ২০টাকা যেকোনো ভাবে খরছ করলেই বাকি ১জিবি করে পরবর্তী ২ মাস ধরে পেতে থাকবেন। এই ১জিবি পাওয়া যাবে ৭২ ঘণ্টার মধ্যে।
এই অফারটি যে সকল রবি সিম (পোস্টপেইড,এসএমই,উদ্যোক্তা, কর্পোরেট,ইজিলোড ব্যতীত) গত ৬০ দিন কিংবা তার চেয়ে বেশি সময় ধরে অব্যবহারিত ছিল তারা নিতে পারবেন। অফারটি আপনার নাম্বারের জন্য প্রযোজ্য কিনা তা বিনামুল্যে চেক করার জন্য আপনার নিজের নাম্বার থেকে *৮০৫০# ডায়াল করুন অথবা যেকোন রবি নাম্বার থেকে A<স্পেস>রবি নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ৮০৫০ নাম্বারে। সিমটি থেকে একটি কল বা এসএমএস করে সিমটি চালু করে নিতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে উইনব্যাক প্যাক এ (বন্ধ সিমের অফারে) মাইগ্রেট হবে তারপর শুধু ইজিলোড এর মাধ্যমে ৯/২৯ টাকা রিফিল করে সর্বনিম্ন কল রেট গ্রহণ করতে হবে। (রিপ্লেসমেন্ট করতে হলে এর মূল্য হবে ৫০টাকা সাথে ছবি ও ভোটার আই ডি কপি লাগবে)। অফারটি ২২ শে জানুয়ারি ২০১৬ থেকে শুরু হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে।
সকল চার্জের সাথে ৩% সম্পূরক শুল্ক এবং ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।
এই অফার এর বিষয়ে আর তথ্য পেতে ভিজিট করুনঃ
http://www.robi.com.bd/current-offers/winback-offer