আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন???? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালই আছেন। আর আপনারা ভাল থাকলে আমিও ইনশাল্লাহ খুব ভালই আছি। আজকের টিউনটি দেশীয় অপারেটর টেলিটক বোনাস এর। চলুন মুল টিউনে যাওয়া যাক। ফেসবুকে আফারের খবর পেতে লাইক দিন।

টেলিটক বাংলাদেশের সরকারের অধীন সরকারী সিম অপারেটর কোম্পানী। রাষ্ট্রেয় সুবিধার্থে টেলিটক কাজ করে যাচ্ছে সর্বদা। আর এ দেশে চলা অন্যান্য বিদেশী অপারেটর গুলো সর্বদা লুফে নিচ্ছে কোটি কোটি টাকা। আর তাদের মুল মন্ত্র হল দারুন দারুন লোভনীয় অফার দেওয়া। কিন্তু এ দিক দিয়ে টেলিটক অনেক ভাল, তবে টেলিটকের নেটওয়ার্ক কানেকশন খারাপ থাকায় দেশে টেলিটকের চাহিদা কম। যাইহোক আজ এসব থাকুক অন্য কোন টিউনে না হয় টেলিটকের বিস্তারিত খবর তুলে ধরব।

এখন টেলিটকের সকল গ্রাহকই পাচ্ছেন মাত্র ৮০ টাকায় ১ জিবি ডাটা সাথে ১ জিবি ফ্রি সহ মোট ২ জিবি ডাটা।

মোট ২ জিবি ডাটা পাচ্ছেন মাত্র ৮০ টাকায় প্যাকটি কিনতে D58 লিখে পাঠিয়ে দিন 111 নম্বরে। যতবার নিবেন ততবার। আর সকল গ্রাহক প্যাকটির মেয়াদ পাবেন ৩ দিন। তাই দেরি না করে এখনি প্যাকটি কিনে ইনজয় করুন টেলিটকের হাই স্পিড ৩ জি নেট।

আজ এ পর্যন্তই। যদি কোন প্রয়োজন হয় তাহলে টিউনমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।

টিউনটি ভাল লাগলে আমার সাইটঃ http://trickround.com