বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবাই খুব ভালো ও সুস্থ আছেন । যাই হোক একটু অসুস্থ তাতে তার জন্য তো আর পোস্ট দেওয়া বন্ধ করা যাই না কি বলেন । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগেও Fifa World Cup 2014 Live দেখানোর সুযোগ করে দিবেন পাঠক দের । তাহলে এই বিষয়ে আর কিছুই বলার নাই নীচে থেকে দেখে নিন ।

 

 

 

লাইভ ফিফা দেখে আসুন 

 

✔ বেশি কিছুই করতে হবে না শুধু নীচের কোড গুলিকে আপনার ব্লগে পোস্ট করুন এর জন্য HTML হিসাবে পোস্ট করুন ।

 

 

 

<script type=’text/javascript’>ch=’Sony_Six’; ch_width=600; ch_height=400;</script><script type=’text/javascript’ src=’http://www.s247.tv/live.js’></script>

 

 

 

✔ ব্যাস Publish এ ক্লিক করে পোস্ট করে দিন । আপনার ব্লগ ভিজিট করে দেখুন লাইভ সনি সিক্স চ্যানেল আপনার ব্লগ পোস্টে দেখাছে । নীচে থেকে ডেমো দেখে নিন সঙ্গে লাইভ খেলাও ।

 

 

 

 

 

 

✔ তাহলে আজকের মতো এই পর্যন্ত কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি হেল্প করতে চেষ্টা করবো । তাহলে মন দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ উপভোগ করুন । পোস্টটি ভালো লাগলে এবং আপনার উপকার হলে আমাকে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

পোস্টটি আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে । আমার ফেসবুক ফ্যানপেজ এখানে