পিসিতে ফুল স্পিডে ফ্রি ইন্টারনেট চালান + Keeprefreshing.com এ জেতে না পারলে এদিকে আসুন
Nazmul Hasan | ২,৮৪৭ বার পঠিত | এপ্রিল ২৭, ২০১৪ | ইন্টারনেট | No | ১১:৫২ AM |
পিসিতে ফুল স্পিডে ফ্রি ইন্টারনেট চালান + Keeprefreshing.com এ জেতে না পারলে এদিকে আসুন
আস্সালামু আলাইকুম । সবাইকে জানাচ্ছি কাঠফাটা রোদের টাটকা গরম গরম শুভেচ্ছা । অনেক দিন হলো ফ্রি নেটের কোন ট্রিক্স দেয়া হয়না । তাই ভাবলাম আজ একটা ট্রিক্স দেই । আজ আপনাদের দিবো GP Free পিসির জন্য । এই টিক্সটা দিয়ে আপনি 3G এরিয়াতে 80kb করে স্পিড পাবেন । প্রথমে Modem অথবা PC Suitce এ নিচের APN টা সেট করে নিন । gpwap এবার নিচের থেকে নতুন XT181PP টা ডাউনলোড করুন । Click Here এটা এক্সাট করতে Winrar সফটওয়্যার লাগবে । এবার ওটা ওপেন করে বাম পাশের Listen এ ক্লিক করুন । এটা মিনিমাইজ করুন । এবার Mozila & IDM এ নিচের প্রক্সিটা সেট করে নিন । Proxy: 127.0.0.1 Port: 8118 ব্যাস আবারো চরম স্পিডে ফ্রি নেট চালান । নোটঃ ১। যদি ভালো স্পিড পেতে চান তাহলে অব্যশই ২টা Keeprefreshing ট্যাব ব্যাবহার করুন । ২। এটা 2G/3G তে কাজ করবে । ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোস্টটি পড়ার জন্য! দেখা হবে আগামি পোস্টএ। আল্লাহ হাফেজ.. আল্লাহ হাফেজ..
Keeprefreshing.com এ জেতে না পারলে
অনেকেই আসেন যাদের দুই এক দিন ধরে keeprefreshing.com এ ঢুখছে না ।তাহলে এভাবে Speed Droping অবস্থা দিয়ে কিভাবে নেট চালাবেন,আমারও গতকাল ধরে ঢুখতেছিল না ।মেজাজ তো গেল চটে । তো খোঁজাখুঁজি শুরু করে দিলাম । কয়েকটা site পাইলাম auto Referesh করার কিন্তু ওগুলা কাজ করে না । তখন একটা site এ addon এর কথা শুনলাম । addon গুলা সত্যি কাজের । তাই আপনাদের সাথে শেয়ার করলাম । এতে করে আর speed ড্রপ করবে না আর Addon গুলার Design ও ভাল । তো চলুন শুরু করা যাক —– Chrome ইউজাররা Auto Refresh plus নামে র এই Addon টা নামিয়ে নেন এখান থেকে ডাউনলোড করার পর Chrome এর settings> Extension এ গিয়ে addon টা টানে ছেরে দিন । তারর add বাটন এ ক্লিক করে addon টা অ্যাক্টিভ করেন । এখন zero.wikipedia.org এ ঢুকুন তারপর address বারের পাশে একটা রিলোড আইকন দেখা পাবেন তাতে ক্লিক করে ৫ সেকেন্ড সিলেক্ট করে Start বাটন এ ক্লিক করেন । সুবিধার জন্য নিচে দেখেন
এবার আসি Firefox ইউজার দের কাছে ।এখান থেকে এই addon টা নামিয়ে নিন। এরপর ইন্সটল দিয়ে zero.wikipedia.org এ তে যান । এখন মাউস এর Right Button এ ক্লিক করে Auto Refresh এ যান এখন every 2 secend এ ক্লিক করে enabled এ ক্লিক করুন অথবা নিজের ইচ্ছা মত কনফিগার করে নিন । নিচে স্ক্রীন শট এ দেখুন ———–

ব্যাস এখন আর স্পিড ড্রপ করবে না তবে হে Chrome দিয়ে চালাইলে বেশি ভাল । আজ এই পর্যন্তই । ইনশাআল্লাহ্ আগামিতে আবার দেখা হবে আর যে কোন প্রবলেম হইলে কমেন্ট করবেন । খোদা হাফেজ ‼
ভাল লাগলে আমার সাইট থেকে ঘুরে আসবেন: How to do anything
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
২,৮৪৭ বার পঠিত | এপ্রিল ২৭, ২০১৪ | ১১:৫২ AM