পিসিতে ফুল স্পিডে ফ্রি ইন্টারনেট চালান + Keeprefreshing.com এ জেতে না পারলে এদিকে আসুন
আস্সালামু আলাইকুম । সবাইকে জানাচ্ছি কাঠফাটা রোদের টাটকা গরম গরম শুভেচ্ছা । অনেক দিন হলো ফ্রি নেটের কোন ট্রিক্স দেয়া হয়না । তাই ভাবলাম আজ একটা ট্রিক্স দেই । আজ আপনাদের দিবো GP Free পিসির জন্য । এই টিক্সটা দিয়ে আপনি 3G এরিয়াতে 80kb করে স্পিড পাবেন । প্রথমে Modem অথবা PC Suitce এ নিচের APN টা সেট করে নিন । gpwap এবার নিচের থেকে নতুন XT181PP টা ডাউনলোড করুন । Click Here এটা এক্সাট করতে Winrar সফটওয়্যার লাগবে । এবার ওটা ওপেন করে বাম পাশের Listen এ ক্লিক করুন । এটা মিনিমাইজ করুন । এবার Mozila & IDM এ নিচের প্রক্সিটা সেট করে নিন । Proxy: 127.0.0.1 Port: 8118 ব্যাস আবারো চরম স্পিডে ফ্রি নেট চালান । নোটঃ ১। যদি ভালো স্পিড পেতে চান তাহলে অব্যশই ২টা Keeprefreshing ট্যাব ব্যাবহার করুন । ২। এটা 2G/3G তে কাজ করবে । ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোস্টটি পড়ার জন্য! দেখা হবে আগামি পোস্টএ। আল্লাহ হাফেজ.. আল্লাহ হাফেজ..
Keeprefreshing.com এ জেতে না পারলে
অনেকেই আসেন যাদের দুই এক দিন ধরে keeprefreshing.com এ ঢুখছে না ।তাহলে এভাবে Speed Droping অবস্থা দিয়ে কিভাবে নেট চালাবেন,আমারও গতকাল ধরে ঢুখতেছিল না ।মেজাজ তো গেল চটে । তো খোঁজাখুঁজি শুরু করে দিলাম । কয়েকটা site পাইলাম auto Referesh করার কিন্তু ওগুলা কাজ করে না । তখন একটা site এ addon এর কথা শুনলাম । addon গুলা সত্যি কাজের । তাই আপনাদের সাথে শেয়ার করলাম । এতে করে আর speed ড্রপ করবে না আর Addon গুলার Design ও ভাল । তো চলুন শুরু করা যাক —– Chrome ইউজাররা Auto Refresh plus নামে র এই Addon টা নামিয়ে নেন এখান থেকে ডাউনলোড করার পর Chrome এর settings> Extension এ গিয়ে addon টা টানে ছেরে দিন । তারর add বাটন এ ক্লিক করে addon টা অ্যাক্টিভ করেন । এখন zero.wikipedia.org এ ঢুকুন তারপর address বারের পাশে একটা রিলোড আইকন দেখা পাবেন তাতে ক্লিক করে ৫ সেকেন্ড সিলেক্ট করে Start বাটন এ ক্লিক করেন । সুবিধার জন্য নিচে দেখেন
এবার আসি Firefox ইউজার দের কাছে ।এখান থেকে এই addon টা নামিয়ে নিন। এরপর ইন্সটল দিয়ে zero.wikipedia.org এ তে যান । এখন মাউস এর Right Button এ ক্লিক করে Auto Refresh এ যান এখন every 2 secend এ ক্লিক করে enabled এ ক্লিক করুন অথবা নিজের ইচ্ছা মত কনফিগার করে নিন । নিচে স্ক্রীন শট এ দেখুন ———–
ব্যাস এখন আর স্পিড ড্রপ করবে না তবে হে Chrome দিয়ে চালাইলে বেশি ভাল । আজ এই পর্যন্তই । ইনশাআল্লাহ্ আগামিতে আবার দেখা হবে আর যে কোন প্রবলেম হইলে কমেন্ট করবেন । খোদা হাফেজ ‼
ভাল লাগলে আমার সাইট থেকে ঘুরে আসবেন: How to do anything