1
2
১/ অ্যাডসেন্স এর মাধ্যমে আয়।
আমরা অনেকেই মনে করি অনলাইনে আয় করতে হলে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ইমেইল মার্কেটিং, ইত্যাদি জানা থাকা লাগবে, কিন্তু এটি ভুল ধারনা। আপনি যেই পেশাতেই নিয়োজিত থাকুন না কেন আপনিও আয় করতে পারেন অনলাইন থেকে আর তা হল ইউটিউব এর মাধ্যমে।
ধরুন আপনি খুব ভাল বাঁশি বাজাতে পারেন অথবা মেজিক দেখাতে পারেন,ভাল রান্না করতে পারেন মানে আপনি যেই জিনিসটা খুব ভাল পারেন সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করুন। তারপর সেই ভিডিও আপনার ইউটিউব চ্যানেল এ আপলোড করে অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করতে পারেন
২/ ইউটিউব ট্রাফিক থেকে ব্লগের মাধ্যমে আয়।
ধরে নিলাম আপনার একটি ব্লগ আছে আর সেই ব্লগের জন্য ট্রাফিক প্রয়োজন।
ইউটিউব হতে পারে আপনার ব্লগের সবচাইতে শক্তিশালি ট্রাফিক মাধ্যম।
আপনার ব্লগে যেই বিষয় নিয়ে লিখালিখি হয় সেই বিষেয়র উপর একটি ভিডিও তৈরি করে ইউটিউব থেকে পেতে পারেন আপনার সবচাইতে কাঙ্কিত ট্রাফিক।
আনলিমিটেড ট্রাফিক এর জন্য ইউটিঊব এর বিকল্প আর কিছুই হতে পারে না।
Seo এক্সপার্টরাও এখন ব্লগ এর একটি ভালমানের ব্যাকলিংক এর জন্য ইউটিইউবকে গুরুত্ব দেন।
আপনি ইউটিউব থেকে খুব সহজেই পেতে পারেন আপনার ব্লগের একটি শক্তিশালি ব্যাকলিংক।
ব্লগ থেকে কিভাবে বিভিন্ন পদ্বতিতে আয় করতে হয় সে বিষয়ে টেকটিউনস এ এর আগে অনেকেই লিখালিখি করেছেন তাই সে বিষয়ে আর গেলাম না।
৩/ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয়
যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাতে জড়িত আছেন তারাই শুধু বলতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ইউটিউব ট্রাফিক কতটা গুরুত্বপূর্ণ।
আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট এর একটি ভাল মানের রিভিউ ভিডিও তৈরি করে সেই ভিডিও থেকে পেতে পারেন আপনার সম্ভাব্য ক্রেতাকে।
অ্যাফিলিয়েট মার্কেটিং এ যতোগূলো ফ্রি ট্রাফিক মেথড আছে তার মাজে সবচাইতে গুরুত্বপূর্ণ মেথড হল ইউটিউব ট্রাফিক।
ইউটিউব এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসে খুব ভাল মানের একটি অ্যামাউন্ট আয় করা সম্ভব।
সব শেষে একটি কথা বলতে চাই কারো ভিডিও চুরি করে সেই ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না। কথা আছে, চোরের দশদিন আর সাধুর একদিন।
you can enter this link