বর্তমান সময়ে ফেইসবুকের বন্ধুদের প্রায়ই
দেখা যাচ্ছে বড় বড় কিছু ইমোটিকনস ব্যবহার
করতে। কিছুদিন আগে এই সংক্রান্ত একটি টিউন
দেখার পর আমি গুগলিং করা শুরু করে দিলাম
কিভাবে এই বড় বড় ইমোটিকনস
গুলো তৈরি করা যায় তা জানার জন্য
এবং অবশেষে চমৎকার একটি ফেইসবুক
এপ্লিকেশন পেয়েও গেলাম
যা দিয়ে আপনি যেকোন ছবি দিয়ে বড়
ইমোটিকন বানাতে পারবেন। আগে ভাবতাম যে,
এই ধরণের বড়
ইমোটিকনসগুলো বানানো নিশ্চয়ই খুব কঠিন
হবে। কিন্তু বাস্তব দেখি তার ঠিক উল্টো!!
যা করতে হবে
. প্রথমে এখানে ক্লিক করে Big Emo Creator
এপ্লিকেশনটিতে যান।
.তারপর আপনার পছন্দের ছবিটি ব্রাউজ করুন।
এখন আপনার ছবিটি আপলোড হবে।
.তারপর আপনাকে শুধু ছবিটি আপলোড হওয়ার
জন্য ৩০-৬০ সেকেন্ডের মত সময় দিতে হবে।
.আপলোড হওয়া শেষ
হলে আপনি একসাথে অনেক কোড
দেখতে পাবেন। এবার সেই
কোডগুলো কপি করে চ্যাট বক্সে পেস্ট করুন।
.তারপর ‘Enter’ চাপুন। রেজাল্ট আসবে নিচের
ছবিটির মত।
ব্যাস, আজ এতটুকুই!
সর্বপ্রথম প্রকাশিত এই ব্লগে