অনেকেই আছেন বাইক রেসিং গেইম এর মহাভক্ত। তাদের জন্য একটি বাইক রেসিং গেইম শেয়ার করলাম।
আমার জানামতে অন্য গেইমের চেয়ে এই গেইম টা ভিন্ন। অসাধারন সব লোকেশন আর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে গেইমটিতে।
ভাবার কিছু নেই গেইমটি মাত্র ২৩ মেগাবাইট।
গেইমটিতে অনেক গুলা লেভেল আছে।
গেইমটিতে মারামারি করা যায় তাছাড়া গেইমটিতে আপনি অল্প সময়ের জন্য পানির নিচ থেকে ও ঘুরে আসতে পারবেন।
তাছাড়া গেইমটিতে আরও অনেক মজার ফিচার আছে।
গেইম টি খেলে আমি অনেক মজা পাইলাম। আশা করি আপনারাও মজা পাবেন।
নিচে Screenshot গুলু দেখে নিন।
সুতরাং , গেইম টি উপভোগ করুন।
Download Link ( Media Fire)
PC থেকে ডাউনলোড করবেন।
মিডীয়া ফায়ারের দোষ হল কপি রাইট ফাইলে রিমুভ করে দেয়।
ডাউনলোড লিংক কাজ না করলে জানাবেন।
পোষ্টটি GamerTrick.com এর PC Games Review তে আগে প্রকাশিত।
আপনি যদি গেমার হয়ে থাকেন এবং রিভিউ লিখে আপনার পছন্দের গেমস সবার সাথে শেয়ার করতে চান তাহলে এখনি GamerTrick.com এ Sign Up করে আপনার জানা মোবাইল / পিসি এর গেম রিভিউ লিখুন আর অন্য সব গেমারদের সাথে আড্ডায় মেতে উ�� ুন।
এখন গেমারট্রিকে পোষ্ট লিখে আপনিও জিতে নিতে পারেন নগদ মোবাইল রিচার্জ/ বিকাশ!!! দেরি না করে পোষ্ট লেখা শুরু করে দিন।
PChelpCenter তে এটা আমার প্রথম পোষ্ট তাই ভুল ত্রুটি মাফ করবেন।
অসাধারণ ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ
ভাই আপনার পিক্সার গুলো শো করে না, আপনি পিক্সার গুলো এই সাইটে নতুন করে আপলোড করে পোষ্ট করুন, আপনার পোষ্টটির পিক্সার টিউটাপেজ থেকে কপি করে আনা, তাই এখানে শো করে না।
আমি অনেকগুলো ব্লগে একই পোষ্ট দেই, সব জায়গায় আলাদাভাবে ছবি আপলোড করা ঝামেলা। তাই টিউনারপেজ থেকে সরাসরি কপি করি।
এতে অনেক সময় বাচে।
ধন্যবাদ
ঠিক আছে, ভাই সময়ের দরকার, কিন্তু আপনি পোষ্ট করবেন তা যদি এখানে পিক্সার শোই না করে তাহলে তো পোষ্টটি শোভা পায় না, আজ যে একটি পোষ্ট করেছেন http://www.pchelpcenterbd.com/archives/5765 এটার পিক্সার ঠিক মত দেখাচ্ছে, এটা যদিও আপনি টিউনাপেজ থেকে আনেন নিন, এটা টিপস টিউনার থেকে, তবে এটার পিক্সার দেখাযায়।
প্রথম পোস্ট এর জন্য স্বাগতম ভাই । ভাল হয়েছে ।
ধন্যবাদ