ইউরিয়া সার ব্যবস্থাপনায় এলসিসি
লিফ কালার চার্ট বা এলসিসি(LCC) প্লাস্টিকের তৈরি চার রঙ বিশিষ্ট একটি স্কেল। এলসিসি পদ্ধতি অবলম্বন করলে ধান গfছের চাহিদা অনুযায়ী ইউরিয়া সার প্রয়োগ করা যায়। ফলে ইউরিয়া সারের খরচ কমানো ও অপচয় রোধ করা যায় এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। দেখা গেছে, এলসিসি ব্যবহারে শতকরা ২০-২৫ ভাগ ইউরিয়া সাশ্রয় করা যায়। ধান গাছে সবচেয়ে উপরের পুরোপুরি বের হওয়া কচি পাতার মাঝামাঝি অংশ এলসিসির উপর স্থাপন করে পাতার রঙের গাঢ়ত্ব তুলনা করতে হবে। পাতার রঙ এলসিসির যে কোঠার সাথে মিলে যাবে তার মানই হবে পাতার এলসিসি মান। যদি পাতার রঙ এলসিসির পাশাপাশি দু’টি রঙের মাঝামাঝি হয়, তাহলে উক্ত দু’টি নম্বরের গড় মানই হবে পাতার এলসিসি মান।
ধান ক্ষেতে ইউরিয়া সার উপরি-প্রয়োগে এলসিসি ব্যবহারের নিয়মাবলীঃ
বিষয় |
আমন মৌসুম |
বোরো মৌসুম |
||
রোপা ধান |
বোনা ধান |
রোপা ধান |
বোনা ধান |
|
এলসিসি-র ক্রিটিক্যাল মান |
৩.৫ |
৩.০ |
৩.৫ |
৩.০ |
প্রথমবার রঙ মাপা শুরু |
রোপণের ১৫ দিন পর |
বপনের ১৫ দিন পর |
রোপণের ১৫-২১ দিন পর |
বপনের ২৫ দিন পর |
শেষবার রঙ মাপা |
থোড় অবস্থা
|
থোড় অবস্থা
|
থোড় অবস্থা
|
থোড় অবস্থা
|
প্রথম ও শেষ মাপের মাঝে কতদিন পর পর রঙ মাপতে হবে |
১০ দিন
|
১০ দিন
|
১০ দিন
|
১০ দিন
|
প্রতিবার রঙ মাপার সময় একটি জমিতে কয়টি গোছা ও গোছা প্রতি কয়টি পাতার রঙ মাপতে হবে | ১০ টি গোছা এবং প্রতি গোছার সবচেয়ে উপরের সম্পূর্ণরূপে প্রসারিত ১ টি পাতা | ১০ টি গোছা এবং প্রতি গোছার সবচেয়ে উপরের সম্পূর্ণরূপে প্রসারিত ১ টি পাতা | ||
ইউরিয়া সার উপরি-প্রয়োগের সিদ্ধান্ত | ১০টি এলসিসি মানের মধ্যে কমপক্ষে ৬টি বা তার বেশি যদি ক্রিটিক্যাল মানের কম হয় তাহলে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে | ১০টি এলসিসি মানের মধ্যে কমপক্ষে ৬টি বা তার বেশি যদি ক্রিটিক্যাল মানের কম হয় তাহলে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে | ||
ইউরিয়া সার উপরি-প্রয়োগের পরিমাণ | প্রতি উপরি-প্রয়োগে প্রতি ৩৩ শতাংশে ৭.৫ কেজি ইউরিয়া | প্রতি উপরি-প্রয়োগে প্রতি ৩৩ শতাংশে ৯ কেজি ইউরিয়া |
বিশেষ দ্রষ্টব্যঃ মাপ নেয়ার তারিখে সার দেয়ার প্রয়োজন না হলে ৫ দিন পর আবার মেপে প্রয়োজনে সার দিতে হবে।
এলসিসি ব্যবহারে পরামর্শঃ
- ধান গাছ থেকে পাতা ছিঁড়ে এলসিসির মান নির্ণয় করা উচিত নয়।
- নির্বাচিত পাতাটি রোগ বা পোকার আক্রমণ মুক্ত হতে হবে।
- পাতার রঙ পরিমাপের সময় সূর্যের আলো এলসিসির উপরে পড়লে মাপ সঠিক হবে না।
- তাই শরীরের ছায়ায় রেখে এলসিসি দিয়ে ধান গাছের পাতার রঙ মিলাতে হবে।
- সকাল ৯-১১টা বা বিকাল ২-৪ টা এলসিসি দিয়ে পাতার রঙ মিলানোর উত্তম সময়।