createwatermarks_4

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

এ পর্বে আপনাদের জন্য রয়েছে কিভাবে PDF ফাইলে জলছাপ/Watermark দিবেন।

অনেক সময় PDF ফাইলে কপিরাইটের জন্য বা অন্য কোনো প্রয়োজনে জলছাপ দিতে হয়।

আপনি ইচ্ছা করলে একটি মাত্র Software দিয়ে এই কাজটি করতে পারেন।

প্রথমে আপনি নিচের ডাউনলোড লিংক থেকে Software টি ডাউনলোড করুন।

Download Now

এরপর Software টি Open করুন।

এবার Text To stamp as Watermark অপশনে গিয়ে জলছাপ হিসাবে যা দেখতে চান তা লিখুন।

জলছাপের রঙ, ধরন,বর্ণ ইত্যাদি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন ইচ্ছে করলে ।

সবশেষে Stamp Watermark & Save PDF-এ গিয়ে PDF ফাইলটি সেভ করুন।

এখন PDF ফাইলটি খুললেই জলছাপ দেখা যাবে।

আশাকরি এই টিউন আপনাদের অনেক উপকারে আসবে।

***টিউনারপেজের সাথেই থাকুন***