X

অনলাইন থেকে আয় করুন সহযে। [পর্ব-০2] :: কিভাবে ফাইবার একাউন্ট সাজাবেন।

আপনারা সবাই কেমন আছেন। নিশ্চইয় ভাল।

গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। আমার কিভাবে একটি ফাইবার একাউন্ট খুলতে পারি।

যারা আমার গত পর্ব পড়েননি তারা দয়া করে ভাল করে বুঝার জন্য পরে নিন।

অনলাইন থেকে আয় করুন সহযে। [পর্ব-০১] :: ফাইবার একাউন্ট খুলার পদ্ধতি।

আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা কি ভাবে আমাদের ফাইাবার একাউন্ট সাজাতে পারি অর্থাৎ কি করলে আমার বেশি কাজ  পেতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি।

এক নজরে আমার অন্য টিউন গুলো :

1) আপনার ইন্টারনেট চালানোর অবিজ্ঞতা পালটে দিন।

2) যে কারে পিসি কন্টোল করুন সহযে।

3) হোয়াইট বোর্ড অ্যানিমেশন শিখুন আর আয় করুন।

4) আপনার উইনন্ডেকে মেক করুন।

প্রথমেই আপনাকে একটি ভাল ছবি ব্যবহার করতে হবে। কেননা আপনার ছবি দেখেই বায়ার কেমন কাজ করতে পারেন এই নিয়ে একটা ধারণা নিতে পারেন।

একটা কথা আছে না।

আগে দর্শনধারী তারপর গুনবিচারী”

এর পরেই একটা ভাল 300 ওয়ার্ড  এর ডিসক্রিপশন  লিখতে হবে। এটা এমন ভাবে লিখতে হবে যেন আপনি কি কাজ পারেন তা বায়ার সহযে বুঝে যায়।

এছাড়া ওয়ান লাইন ইস্টোরি, ভাষা, সোস্যাল অ্যাকাউন্ট যোগ করা,  দক্ষতা, শিক্ষগত যোগ্যতা, সার্টিফিকেট যোগ করতে হবে।

আপনাদের লিখে বুঝাতে কঠিন হয়ে যাবে। দয়া করে নিচের ভিডিওটি দেখুন। আশাকরি সহযে বুঝে যাবেন।

আপনাদের কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট করুন। আমি উত্তর দেয়ার চেষ্টা করব।

এরপরের  পর্বে দেখানো হবে কি ভবে একটি সুন্দর গিগ দেয়া যায়।

ভাল থাকবেন। বিদায়।

Tutul: আমি পিসি হেল্পকে ভালবাসি । আশা করি আমি আপনাদের মান সম্মত টিউন উপহার দিতে পারব ।

This website uses cookies.