অনলাইন থেকে আয় করুন সহযে। [পর্ব-০১] :: ফাইবার একাউন্ট খুলার পদ্ধতি।
আপনারা সবাই কেমন আছেন। নিশ্চইয় ভাল।
আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা কি ভাবে খুব সহযে আমরা অনলাইনে আয় করতে পারি এবং ফাইবারের অ্যাকাউন্ট তৈরি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি।
প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কি বিষয় নিয়ে কাজ করবেন। আগে ঠিক করুন|

এক নজরে আমার অন্য টিউন গুলো :
1) আপনার ইন্টারনেট চালানোর অবিজ্ঞতা পালটে দিন।
2) যে কারে পিসি কন্টোল করুন সহযে।
3) হোয়াইট বোর্ড অ্যানিমেশন শিখুন আর আয় করুন।
4) আপনার উইনন্ডেকে মেক করুন।
যেমনঃ
- ওয়েব ডিজাইন,
- গ্রাফিক্স ডিজাইন,
- টাইপ
- ইত্যাদি।
তাহলে ফাইবার নিয়ে নিয়ে আলোচনায় আসি। এর জন্য
- একটি পিসি একজন ব্যবহারকারী থাকবে।
- সব সময় অ্যাক্টিভ থাকতে হবে।
- বায়ার মেসেজ দিলে সাথে সাথে উত্তর করতে হবে
- ইত্যাদি।
আমরা সামনে যে সব বিষয় নিয়ে আলোচনা করবঃ
- ফাইবার একাউন্ট খোলা।
- ফাইবার কাষ্টমাইজ করা।
- গিগ তৈরি করা।
- গিগ বিক্রি করার নিয়ম।
- পেওনিয়ার একাউন্ট তৈরী
- ফাইবার একাউন্টে পেওনিয়ার একাউন্ট সংযোগ করা
- ফাইবার টু পেওেনিয়ার ডলার ট্রান্সফার
- পেওনিয়ার টু ব্যাংক একাউন্ট ডলার ট্রান্সফার
- টাকা উত্তলোন।
আজকের আমরা শিখব কিভাবে ফাইবার একাউন্ট খুলতে হয়ঃ
দয়াকরে নিচের ভিডিওটি দেখুন কারণ এটি একটি অ্যাডভান্স কাজ।এতে করে আপনারা সহযে বুঝতে পারবেন।
আরও বিভিন্ন বিষয়ে শিখার জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।
আপনার কোন প্রশ্ন থাকলে আমাকে জানান। আমি উত্তর করার চেষ্টা করব।
ভাল থাকবেন।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
৮৯৬ বার পঠিত | ডিসেম্বর ১১, ২০১৭ | ১:৫৩ PM