X

My Computer এর যে কোন Drive ১কিল্ককেই ওপেন করুন। কোন Sof ছাড়া

প্রথমে My Computer এ লেপ্ফ বাটন চেপে দরে কম্পিউটারের যে ছাইটে Shortcut রাখবেন সেই ছাইডে একদম পার্শে ছেরে দিন এবার দেখুন এসে গেছে।

এবার এটা সমনে এসে থাকলে সম্যসা হতেপার কারো তাই এটাকে হাইড করে রাখা যায়,যখন ওখানে মাউস নিবেন শুদু তখনই সামনে শো করবে এজন্য উপরের বারে রাইট কিল্ক করে।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

পোষ্টটি করেছেন: পিসি হেল্প সেন্টার

গ্রুপ

মোঃ আবুল বাশার: আমি একজন ছাত্র/ফ্রিলেন্সার, আমি লেখাপড়ার মাঝে মাঝে ফ্রিলেন্সিং করি। ভালো লাগে নতুন কিছু শিখতে এবং শিখাতে। আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পরার চেষ্টা করুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন। আমার পোষ্ট গুলো কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন, সবার সাথে শেয়ার করুন, অন্যকেও জানার সুযোগ করে দিন। মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল-ত্রুটি,হাসি-কান্না, সুখ-দু:খ এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়, তাই ভুল ত্রুটি ক্ষামার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন। আমার আরো সাইট সমূহ <a href="http://www.linuxhostlab.com">Linux Host Lab</a> | <a href="http://www.codingbank.com">Codingbank</a> | যাযাকাল্লাহ।

This website uses cookies.