X

মাতৃভাষা দিবস নিয়ে খালিদ সঙ্গীতের নতুন গান : একুশে ফেব্রুয়ারি

গীতিকার মাহবুবুল এ খালিদ এর কথায় এবং  সুরে খালিদ সঙ্গীতের ব্যানারে এবার প্রকাশিত হল একুশে ফেব্রুয়ারি নিয়ে একটি দেশাত্মবোধক গান ‘একুশে ফেব্রুয়ারি’।  ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা, আর এই অনুভবকে বুকে নিয়েই নতুন একটি গানটি তৈরি করা।  গানটি কম্পোজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।  আর গানটিতে কন্ঠ দিয়েছেন সিঁথি সাহা এবং কিশোর ।

গানটি ওয়েলকাম টিউন হিসেবে মোবাইলে সেট করতে রবির গ্রাহকরা ডায়াল করতে পারেন *8466*884#। আর এয়ারটেল গ্রাহকরা ডায়াল করতে পারেন *788*230#।

গানটির লিরিক্স,

ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি।
তুমি কি আজ শুধুই বাংলার
তুমি এশিয়া ইউরোপ আমেরিকার।
আজকে তুমি বিশ্বের সব মানুষের
বিশ্ব অধিকার।
ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি॥

হার মেনেছে দৈত্য দানব
সালাম বরকত রফিকের কাছে, আহা রফিকের কাছে
শত শহীদের রক্ত স্রোতে
ওরা ভেসে গেছে, হায়রে ভেসে গেছে।
একুশ আমার নয়তো একার
একুশ সাদা কালো সবারই।
ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি॥

রাহু যেমন গ্রাস করে মহাসূর্যকে
আবার খানিক পরে উগড়ে ফেলে
অসুরেরাও চেয়েছিলো বাংলা গ্রাসিতে
শেষে পালিয়ে গেল চলে।
বাংলা আজি বিশ্ব ভাষা
শহীদেরা সব পিতা তাহারি।
ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/mahbubulakhalid । তাছাড়াও যুক্ত থাকতে পারেন  http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

Riad Ahmed: This is Riad Ahmed. I love technology and technological stuffs much! Here im to represent many tech related articles .

This website uses cookies.