X

এসএএও নিয়োগ পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি (২৩তম পর্ব)

কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী

প্রশ্নঃ মশা মানুষের দেহের কি আকৃষ্ট করে?

উত্তরঃ কার্বন ডাই-অক্সাইডকে।

প্রশ্নঃ ফেরোমন কি?

উত্তরঃ পোকার দেহ হতে নির্গত রাসায়নিক আকর্ষক পদার্থ।

প্রশ্নঃ উদ্ভিদ জাত খাদ্য নিরোধক কি?

উত্তরঃ নিমের নির্যাস।

প্রশ্নঃ ড্রাগন ফ্লাই, ক্যারাবিট বিটল ও ড্যামসেল ফ্লাই কি জাতীয় পোকা?

উত্তরঃ পরভোজী পোকা।

প্রশ্নঃ উড়ন্ত অবস্থায় শিকার ধরে খায় কোন জীব?

উত্তরঃ ড্রাগন ফ্লাই।

প্রশ্নঃ লেডিবার্ড বিটল পোকার বর্গের নাম কি?

উত্তরঃ কলিওপটেরা।

প্রশ্নঃ লাফানো মাকড়সার পরিবারের নাম কি?

উত্তরঃ সলটিসিডি।

প্রশ্নঃ মাকড়সা কোন শ্রেণীর অন্তভূক্ত?

উত্তরঃ য়্যারাকনিডা।

প্রশ্নঃ নিজের আকৃতির চেয়ে অনেক বড় শিকার ধরে খায় কে?

উত্তরঃ নেকড়ে মাকড়সা।

প্রশ্নঃ বাংলাদেশে প্রান্ত ফলে মাকড়সার প্রজাতির সংখ্যা কয়টি?

উত্তরঃ চারটি।

প্রশ্নঃ বেঁটে মাকড়সা কোথায় জাল বোনে?

উত্তরঃ গোড়ায়।

মোঃ আবুল বাশার: আমি একজন ছাত্র/ফ্রিলেন্সার, আমি লেখাপড়ার মাঝে মাঝে ফ্রিলেন্সিং করি। ভালো লাগে নতুন কিছু শিখতে এবং শিখাতে। আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পরার চেষ্টা করুন এবং অন্যকেও ৫ ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন। আমার পোষ্ট গুলো কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন, সবার সাথে শেয়ার করুন, অন্যকেও জানার সুযোগ করে দিন। মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল-ত্রুটি,হাসি-কান্না, সুখ-দু:খ এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়, তাই ভুল ত্রুটি ক্ষামার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন। আমার আরো সাইট সমূহ <a href="http://www.linuxhostlab.com">Linux Host Lab</a> | <a href="http://www.codingbank.com">Codingbank</a> | যাযাকাল্লাহ।

This website uses cookies.