আসসালামু আলাইকুম ।আশা করি সবাই ভাল আছেন ।আজকে আপনাদের সাথে ছোট একটা টিপস শেয়ার করব ।আমাদের সাইট এ পোস্ট এর নিচে লেখকের রিলেটেড পোস্ট দেখে অনেকে আমাকে মেসেজ এ এই টা কীভাবে করে জানতে চেয়েছেন ।তাই এই টা আজকে সবাইকে জানিয়ে দিলাম ।
প্রথমে নিচের কোড টা আপনার থিম এর functions.php তে ?> এই ট্যাগ এর আগে বসিয়ে দিন ।
function get_related_author_posts() {
global $authordata, $post;
$authors_posts = get_posts( array( ‘author’ => $authordata->ID, ‘post__not_in’ => array( $post->ID ), ‘posts_per_page’ => 5 ) );
$output = ‘<ul>’;
foreach ( $authors_posts as $authors_post ) {
$output .= ‘<li><a href=”‘ . get_permalink( $authors_post->ID ) . ‘”>’ . apply_filters( ‘the_title’, $authors_post->post_title, $authors_post->ID ) . ‘</a></li>’;
}
$output .= ‘</ul>’;
return $output;
}
তারপর নিচের কোড টা দিয়ে আপনি যেখানে লেখকের রিলেটেড পোস্ট দেখাবেন সেখানে বসিয়ে দিন ।
< ?php echo get_related_author_posts(); ?>
ডেমো দেখার জন্য আমাদের সাইট এর পোস্ট এর নিচে লক্ষ্য করুন ।আর কোন সমস্যা হলে এই পোস্ট টা দেখতে পারেন ।
আমার কম্পিউটার সমস্যা হয়েছে তাই মোবাইল দিয়ে পোস্ট টা লিখেছি কোন ভুল হলে ক্ষমার দীস্টিতে দেখবেন ।ধন্যবাদ
আমার কম্পিউটার সমস্যা হয়েছে তাই মোবাইল দিয়ে পোস্ট টা লিখেছি কোন ভুল হলে ক্ষমার দীস্টিতে দেখবেন ।ধন্যবাদ