ওয়ার্ডপ্রেস কোডিং পর্ব-১৮ ( copy , paste , cut বাটান এড করুন Visual Editor এ )
Genius It Zone | ১,৫৪১ বার পঠিত | অক্টোবর ১৬, ২০১২ | ওয়ার্ডপ্রেস | No | ২:২৪ PM |
আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আমরা পোস্ট লিখার সময় দুইটা অপশন দেখতে পাই । একটা Visual এবং একটা HTML । Visual এ অনেক অপশন দেখতে পাই । এখন থেকে সেখানে copy , paste , cut অপশন ও দেখতে পারবেন । এর জন্য আপনাকে নিচের কোড টা আপনার থিম এর function.php তে বসাতে হবে ” ?> ” এই ট্যাগ এর পূর্বে । কাজ শেষ ,এখন আপনার সাইট এ যেয়ে দেখুন ।
function enable_more_buttons($buttons) {
$buttons[] = ‘copy’;
$buttons[] = ‘cut’;
$buttons[] = ‘paste’;
return $buttons;
}
add_filter(“mce_buttons_2”, “enable_more_buttons”);

বিঃদ্রঃ এই কোডগুলি কিভাবে use করবেন তা না বুজলে আপনি WordPress basic পোস্টটা দেখতে পারেন ।
আমাদের ফেসবুক পেজ এ সবার আমন্ত্রন রইল ।
আর আমাদের সাইট থেকে তো অবশ্যয় আপনারা সবাই ঘুরে আসবেন
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,৫৪১ বার পঠিত | অক্টোবর ১৬, ২০১২ | ২:২৪ PM