আসসালামুওলাইকুম । আশা করি আল্লাহর রাহমতে সবাই ভালো আছেন ।আমরা যারা wordpress দিয়ে সাইট ক্রিয়েট করি তখন অনেক থিম এর মধ্যে ‘read more’ থাকে না ।থাকে এই রকম ‘….’ । তাই আজকে আমরা ওই থিম এর মধ্যে ‘read more’ কিংবা অন্য কোন শব্দ যোগ করব । এর জন্যে আপনাকে আপনার থিম এর EDIT অপশনে যেতে হবে ।তারপর যে থিম এ ‘read more ‘ যোগ করবে ওই থিম এর function.php ফাইল টা খুলুন ।তারপর নিচের কোড গুলি কপি করে ‘?>’ এই টেগ এর আগে বসিয়ে দিন

// Changing excerpt more
    function new_excerpt_more($more) {
    global $post;
    return '… <a href="'. get_permalink($post->ID) . '">' . '      [বিস্তারিত পড়ুন] &raquo;' . '</a>';
    }
    add_filter('excerpt_more', 'new_excerpt_more');

।এখানে “বিস্তারিত পরুন “এর জায়গায় আপনার ইচ্ছা মত পরিবর্তন করতে পারবেন ।ধন্যবাদ সবাইকে ।

আমাদের ফেসবুক পেজ এ সবার আমন্ত্রন রইল ।
আর আমাদের সাইট থেকে তো অবশ্যয় আপনারা সবাই ঘুরে আসবেন