ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৮] :: “টপ কমেন্টর” যুক্ত করুন প্লাগিন ছাড়া
Genius It Zone | ২,৫১৪ বার পঠিত | অক্টোবর ১০, ২০১২ | ওয়ার্ডপ্রেস | Comments Off on ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৮] :: “টপ কমেন্টর” যুক্ত করুন প্লাগিন ছাড়া | ১১:৩৯ PM |
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-১] :: আপনার সাইট থেকে কপি-পেস্ট আজীবনের জন্য বন্ধ করে দেন
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-২] :: যেকনো থিম এ তিনটা ফুটার কলাম এড করার সহজ পদ্ধতি
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৩] :: এখন পেজ নং যুক্ত করুন কোন রকম প্লাগিন ছাড়া
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৪] :: আপনার সাইট এ PHP ALLOW করুণ কোন প্লাগিন ছারা
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৫] :: আপনার সাইট এ দারুন একটা বাংলা ‘লগিন বক্স’ এড করেন ,তাও আবার প্লাগিন ছাড়া
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৬] :: খুব সহজে আপনার ডেশবোর্ড এর “Howdy” লিখাটি পরিবর্তন করুন
- ওয়ার্ডপ্রেস কোডিং [পার্ট-৭] :: আর নয় প্লাগিন এখন ওয়ার্ডপ্রেস এ পোল এড করেন ,কোন রকম প্লাগিন ছাড়া
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৮] :: “টপ কমেন্টর” যুক্ত করুন প্লাগিন ছাড়া
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৯] :: এখন থেকে আপনার সাইট এ নতুন টিউন পাবলিশ হলে অটোমেটিক সেইটা সব সদস্যের কাছে চলে যাবে
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-১০] :: আপনার সাইট এ খুব সহজে ‘read more’/বিস্তারিত পড়ুন/বাকি অংশ etc যোগ করুন ছোট একটা ফাংশন দিয়ে
- #ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-১১] :: সম্পূর্নরপে ডেশবোর্ডকে কাস্টমাইজ করুন কোন রকম প্লাগিন ছাড়া @মেগা পোস্ট@
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-১২] :: পোস্ট ভিউ কাউন্টার যুক্ত করুন প্লাগিন ছাড়া
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ।আজকে আমি একটা গুরুত্বপূর্ন widget কিভাবে প্লাগিন ছারা এড করা যায় তা দেখাব ।
নিচে screenshot দেখে নিন ।
এইটার কাজ হচ্ছে সাইডবারে ” সর্বচ্চ কমেন্ট দাতার নাম দেখানো” তা হলে কাজ শুরু করা যাক ।
প্রথমে আপনার থিম এর Apeareance>Edit যান ।তারপর আপনার থিম এর function.php ফাইল টা ওপেন করুন ।
তারপর নিচের কোড টা কপি করে ” ?> “এই টেগ এর আগে বসিয়ে দিয়ে সেভ করুন ।
function top_comment_authors($amount = 10) { global $wpdb; $results = $wpdb->get_results(' SELECT COUNT(comment_author_email) AS comments_count, comment_author_email, comment_author, comment_author_url FROM '.$wpdb->comments.' WHERE comment_author_email != "" AND comment_type = "" AND comment_approved = 1 GROUP BY comment_author_email ORDER BY comments_count DESC, comment_author ASC LIMIT '.$amount ); $output = "
“; } $output .= ”
“; echo $output; }
এখনের কাজ টা করতে হলে আপনার সাইট এর widget এ php Allow করা থাকতে হবে । php Allow কিন্তূ শুদু এক কাজে না ,অনেক কাজে লাগে । যদি আপনি প্লাগিন ছাড়া php Allow করতে চান তাহলে আমার আগের টিউনগুলিতে খুজুন ।আর যদি কোড দিয়ে জামেলা মনে হয় তাহলে php code widget লিখে সার্চ করে একটা প্লাগিন ইনস্টাল করে রাখুন এই টা অনেক কাজে লাগবে ।
তারপর ওই php code এর একটা Widget আপনার theme এর Widget এ জমা হবে ।ওই Widget টা আপনার কাক্ষিত স্থানে ড্রাগ করে নিচের কোড টা বসিয়ে দিন ।তারপর আপনার সাইট এ যেয়ে দেখুন । কাজ হলে একটা কমেন্ট দিবেন ।
<?php top_comment_authors(); ?>
কোন সমস্যা হলে আমাকে জানাবেন ।
আরোও মজার কিছু জানার জন্য আমাদের ফেসবুক পেজ এ একটা লাইক দিয়ে রাখতে পারেন ।
আমাদের সাইট এ আপনার আমন্ত্রন রইল ।
Genius It Zone
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
২,৫১৪ বার পঠিত | অক্টোবর ১০, ২০১২ | ১১:৩৯ PM