ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-১] :: আপনার সাইট থেকে কপি-পেস্ট আজীবনের জন্য বন্ধ করে দেন
Genius It Zone | ৩,২২৭ বার পঠিত | সেপ্টেম্বর ১৩, ২০১২ | ওয়ার্ডপ্রেস | ১ | ১১:২৫ PM |
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-১] :: আপনার সাইট থেকে কপি-পেস্ট আজীবনের জন্য বন্ধ করে দেন
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-২] :: যেকনো থিম এ তিনটা ফুটার কলাম এড করার সহজ পদ্ধতি
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৩] :: এখন পেজ নং যুক্ত করুন কোন রকম প্লাগিন ছাড়া
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৪] :: আপনার সাইট এ PHP ALLOW করুণ কোন প্লাগিন ছারা
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৫] :: আপনার সাইট এ দারুন একটা বাংলা ‘লগিন বক্স’ এড করেন ,তাও আবার প্লাগিন ছাড়া
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৬] :: খুব সহজে আপনার ডেশবোর্ড এর “Howdy” লিখাটি পরিবর্তন করুন
- ওয়ার্ডপ্রেস কোডিং [পার্ট-৭] :: আর নয় প্লাগিন এখন ওয়ার্ডপ্রেস এ পোল এড করেন ,কোন রকম প্লাগিন ছাড়া
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৮] :: “টপ কমেন্টর” যুক্ত করুন প্লাগিন ছাড়া
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-৯] :: এখন থেকে আপনার সাইট এ নতুন টিউন পাবলিশ হলে অটোমেটিক সেইটা সব সদস্যের কাছে চলে যাবে
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-১০] :: আপনার সাইট এ খুব সহজে ‘read more’/বিস্তারিত পড়ুন/বাকি অংশ etc যোগ করুন ছোট একটা ফাংশন দিয়ে
- #ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-১১] :: সম্পূর্নরপে ডেশবোর্ডকে কাস্টমাইজ করুন কোন রকম প্লাগিন ছাড়া @মেগা পোস্ট@
- ওয়ার্ডপ্রেস কোডিং [পর্ব-১২] :: পোস্ট ভিউ কাউন্টার যুক্ত করুন প্লাগিন ছাড়া
আসালামুওলাইকুম ।সবাই কেমন আসেন ।আসা করি সবাই ভালো আসেন ।মূল কথাই আসা যাক ।
ইদানিং দেখা যায় যে আমেদের সাইট থেকে অনেকে কপি করে ব্লগ চুরি করে থাকে ।যারা চুরি করে ,তারা আসলে কম্পিউটারের রাইট বাটন ক্লিক করে তারপর কপি করে । তাই আর কোনো চিন্তা নাই ,কারন আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনার সাইট এর রাইট বাটন ডিসাবল করবেন ।আপনার ভাবছেন রাইট বাটন ডিসাবল করালে তো শর্টকাট এ কপি পেস্ট করা যায় ।আসলে আমি যে
কোড দিব তা শর্টকাট ও ডিসাবল করে দিবে তাই আর কনো ভয় নেই । এটা একদম সহজ ..হালকা কাজ করলে কাজ শেষ ।

কাজের ধারা:
প্রথমে আপনি আপনর ওয়ার্ডপ্রেস সাইট এ লগিন করেন ।তারপর theme>Apearence>Edit যান ।তারপর আপনার থিম এর function.php ফাইল টা খুলুন।এখন নিচের কোড গুলি কপি করে সবার শেষে ?> এই টেগ এর আগে পেস্ট করে দিন ।তারপর নিচে update এ ক্লিক করেন ।successfull হয়ার পর ,আপনার সাইট আসা করি কাজ হয়ে যাবে ।
/*
Geniusitzone Tutorial – Disable Right Click
Author: Aky Joe
Email: Admin@Geniusitzone.com
*/
function joe_disable_right_click(){ ?>
<script language=”Javascript”>
/*<![CDATA[*/
document.oncontextmenu = function(){return false;};
/*]]>*/
</script>
<script type=”text/javascript”>
/*<![CDATA[*/
document.onselectstart=function(){
if (event.srcElement.type != “text” && event.srcElement.type != “textarea” && event.srcElement.type != “password”) {
return false;
}
else {
return true;
}
};
if (window.sidebar) {
document.onmousedown=function(e){
var obj=e.target;
if (obj.tagName.toUpperCase() == “INPUT” || obj.tagName.toUpperCase() == “TEXTAREA” || obj.tagName.toUpperCase() == “PASSWORD”) {
return true;
}
else {
return false;
}
};
}
/*]]>*/
</script>
<script type=”text/javascript” language=”JavaScript1.1″>
/*<![CDATA[*/
if (parent.frames.length > 0) { top.location.replace(document.location); }
/*]]>*/
</script>
<script language=”Javascript”>
/*<![CDATA[*/
document.ondragstart = function(){return false;};
/*]]>*/
</script>
<?php
}
add_action( ‘wp_head’, ‘joe_disable_right_click’ );
আর কনো সমস্যা হলে আমাকে কমেন্ট এ জানাবেন ।আর যদি আপনার একটু ও ভলো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন ন ।
বি:দ্র:এই রকম পোস্ট গুগলে আমার চোখে পরে নাই ।তবুও কাহারো পোস্ট এর সাথে যদি মিলে যায় আমি আন্তরিক ভাবে দু:খিত ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
how to I learn WordPress function?please help me!