বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট । বর্তমানে ৯৩৮ মিলিয়ন ওয়েবসাইটের ভিতর ৭৪.৬ মিলিয়ন ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। আর এই কারণেই দিন দিন ওয়ার্ডপ্রেস ডেভেলপার এর চাহিদা এবং কাজের সংখ্যা বেড়েই চলেছে। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব খুব সহজ ভাবে।
বর্তমানে ওয়ার্ডপ্রেস CMS ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, কর্পোরেট ওয়েবসাইট, ইকমার্স সাইট, ক্লাসিফাইড সাইট, কিংবা সোশ্যাল মিডিয়া সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা আকাশ চুম্বী।
কেন ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ?
ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট খুব আকর্ষনীয়। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এর কাজ জানা মানুষের রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা। ওয়ার্ডপ্রেস বর্তমান পৃথিবীতে বহুল ব্যবহৃত এবং অপ্রতিদ্বন্দী কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এ কারণেই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এত বেশি। সারা বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেস ব্যবহারের মাধ্যমে অসংখ্য ওয়েবসাইট তৈরী হচ্ছে। ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা। সুতরাং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মাধ্যমেই আপনি গড়ে তুলতে পারেন আপনার সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে এ এম ওয়েব ক্রিয়েশন ইনস্টিটিউট আয়োজন করেছে অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ২ মাস ব্যাপী। যদি আপনি এখনও ভর্তি না হয়ে থাকেন তাহলে অতি সত্তর এ এম ওয়েব ক্রিয়েশন এর ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করুন। দ্রুত যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত।
দুই মাসের কোর্সে যা যা থাকছে
- এইচটিএমএল, সিএসএস
- এসইচটিএমএল ৫, সিএসএস ৩
- জাভাস্ক্রিপ্ট
- জেকিউয়ারি
- জেকোয়ারী প্লাগিন্স এর ব্যাবহার
- পিএসডি টু এইচটিএমএল ৫- সিএসএস ৩
- ইউ আই কিট এর ব্যাবহার
- বুটস্ট্র্যাপ এর ব্যবহার
- প্রফেশনাল পিএইচপি
- ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
- ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন
- ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট
- ওয়েব টেমপ্লেট তৈরি
- রেসপনসিভ লেয়াউট ডিজাইন
- এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস কনভার্শন
- কাস্টম টেমপ্লেট, কুয়েরি বেজড টেম্পলেট
- উইজেট ও উইজেট এরিয়া তৈরি,
- কাস্টম পোস্ট, ফিল্ড ও ট্যাক্সনমি
- বিভিন্ন ফাংশন ব্যবহার করে ওয়ার্ডপ্রেস থিম অপশন তৈরি
- আপওয়ার্ক, ইল্যান্স, ফিবার, পিপল পার আওয়ার এ প্রোফাইল ডেভেলপ করা
- কাজে এপ্লাই করার টিপস এবং সিক্রেট
- বিডিং টেকনিক
এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে দক্ষ হাতে কলমে শেখানো সহ পূর্ণ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখানো হবে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে রিয়েল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে শিখুন এবং নিজেকে আন্তর্জাতিক মানের ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে নিশ্চিত করুন।
এ ছাড়া আপনি এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।