আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের দেখাবো আপনার ওয়ার্ডপ্রেস ব্লগো কিভাবে read more অথবা বিস্তারিত পড়ুন অপশন যোগ করবেন, সাধারনত অধিকাংশ লোকেই তার নিজের ব্লগে ফ্রি থিম ব্যবহার করে বা অনেকেই প্রিমিয়াম থিম ব্যবহার করে, কিন্তু বেশি ভাগ থিমেই ডিফল্ট ভাবে রিডমোড় অথবা বিস্তারিত পড়ুন অপশনটি থাকে না, ফলে কেহ তার ব্লগে কোন পোষ্ট করলে হোম পেজেই সেই পোষ্ট সকল লেখা দেখা যায়, যার ফলে তেমন সুন্দর দেখা যায় না, বা অনেকেরই অনেক অপছন্দের জিনিস এটা, কিন্তু যারা ওয়ার্ডপ্রেস যানেন তারা এটাকে read more / বিস্তারিত পড়ুন যোগ করতে পারে, কিন্তু যারা জানে তারা এটা এ্যড করতে পারেন না, তাই তাদের জন্য আজকে আমার এই টিউন, এই টিউন দেখে আপনি কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই এই কাজটি করতে পারবেন, তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই, প্রথমে আপনি আপনার থিম অপশনে যান, এটা আপনি দুই ভাবে করতে পারেন, এক: সি প্যানেল থেকে, অথবা আপনার ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে, আমি আপনাকে ড্যাসবোর্ড থেকে করাটা দেখাবো।
প্রথমে আপনি ড্যাসবোড থেকে Appearance >> Editor >> এবার ডান পাশে দেখুন functions.php নামে একটি পেজ আছে সেটিতে ক্লিক করুন
এবারে একদম নিচে ?> চিহ্নিটির আগে আমার দেয়া কোডটি পেষ্ট করুন
/* This code for readmore */ function excerpt($num) { $limit = $num+1; $excerpt = explode(' ', get_the_excerpt(), $limit); array_pop($excerpt); $excerpt = implode(" ",$excerpt)." <a href='" .get_permalink($post->ID) ." ' class='".readmore."'>Read More</a>"; echo $excerpt; }
এবারে নিচে আপডেটে ক্লিক করুন
ব্যাস এবার আবার ড্যাসবোড থেকে Appearance >> Editor >> এবার ডান পাশে দেখুন index.php নামে একটি পেজ আছে সেখানে ক্লিক করুন
সেখানে দেখুন সকল কোডের ভিতরে খুজে দেখুন
<?php the_content(); ?>
কোডটি আছে কিনা? যদি না পান তাহলে দেখুন আপনার ডান পাশে post-loop.php আছে কিনা যদি সেটা থাকে তাহলে সেখানে ক্লিক করুন এবং সেই পেজে ঐ কোডটি খুজে বের করুন
যদি খুজে পান তাহলে
<?php the_content(); ?>
কোডটি কেটে দিন, এবার আমার দেয়া নিচের কোডটি কপি করে পেষ্ট করুন
<p><?php echo excerpt('100'); ?></p>
এখানে লক্ষ করুন (‘100’) দেয়া আছে, এখানে একশত মানে হচ্ছে আপনার পোষ্টের কতটি ওয়ার্ড পর Read More অথবা বিস্তরিত আসবে? আপনি চাইলে এখানে আপনার প্রয়োজন মত পরিবর্তন করে দিতে পারেন, এবারে সব শেষে আপডেটে ক্লিক করুন।
প্রথমে উপরে যে কোডটি দিয়েছি তার মধ্যেও দেখুন
$excerpt = implode(" ",$excerpt)." <a href='" .get_permalink($post->ID) ." ' class='".readmore."'>Read More</a>";</p>
এই রকম একটি লাইন আছে সেখানে Read More নামে একটি টেক্স আছে, আপনি যদি এখানে বিস্তরিত দেখাতে চান তাহলে লেখাটি কেটে বিস্তারিত পড়ুন লিখে দিন, ব্যাস এবার আপনার সাইট ভিজিট করুন দেখুন Read More / বিস্তারিত চলে এসেছে। তাহলে আজ এই পর্যন্ত’ই ভালো থাকুন সবাই, কোন সমস্যা হলে বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর পোষ্টটি আপনার উপকারে আসলে সবার সাথে পোষ্টের লিংকটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।
tag: রিডমোড়, বিস্তারিত পড়ুন, Read More, আমার ব্লাগে কিভাবে Read More Function add করব?, আপনার ব্লগে বিস্তারিত পড়ুন বাটন যুক্ত করুন, How to add Read More in my wordpress blog