উইন্ডোজ ৮.১ এক্টিভেট করুন সবচেয়ে সহজ পদ্ধতিতে ।
মোঃ আল-আমিন সিদ্দিকী | ৩,২৮৯ বার পঠিত | মার্চ ৫, ২০১৫ | উইন্ডোস ৮ | No | ৯:৫৪ PM |
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । আজ আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ ৮.১ এক্টিভেট করবেন ।
উইন্ডোজ ৮.১ এর ব্যাপারে মাইক্রোসফট সত্যিই অনেক সতর্ক ছিল । আমরা তা বুঝলাম কারন মাইক্রোসফট লিক হওয়া কী সাথে সাথে ব্লক করে দেয় ফলে স্কাইপি ব্যাবহার করে এক্টিভেট করা প্রায় অসম্ভব হয়ে পরেছে । যদিও আমি একটি কি পেয়েছিলাম এবং সেটি ব্যাবহার করে স্কাইপি আইডি জেনারেট করে ফেলেছিলাম । কিন্ত্য এর পরের দিন ই কী টি ব্লক হয়ে যায়।

আজ আপনাদের সাথে এমন একটি একটিভেটর শেয়ার করবো যেটা দিয়ে আপনি খুব সহজেই উইন্ডোজ একটিভ করতে পারবেন । এটি আপনার
পিসির কোন ক্ষতি করবে না । এটি আপনার সিস্টেম এর কোনো ফাইল ও রিপ্লেস করবে না কেজে এক্টিভেটর এর মতো । আপনি শুধু উইন্ডোজ
ইন্সটল করে এটি রান করুন । ব্যাস !!! আর কিছু করার দরকার নেই ।
ডাউনলোড লিঙ্ক – এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম –
এটি উইন্ডোজ ৭,৮,৮.১, অফিস ২০১৩ এক্টিভেট করতে সক্ষম !!! আসলেই চরম । স্কাইপির মতো এটাতে এতো ঝামেলা নেই । শুধু ডাউনলোড করে ইন্সটল করুন । এর পরে দেখুন মজা !!!!! অনেকেই বলে এটি শুধু ১৫০ দিন এর জন্য এক্টিভেট করে । হ্যা কথাটা সত্য কিন্তু ১৫০ দিন পর নিজে নিজে সে আবার ১৫০ দিন এর জন্য এক্টিভেট হয়ে যাবে । নো ঝামেলা !!! আর এটি দিয়ে আপনি উইন্ডোজ আপডেট ও করতে পারবেন । এক কথায় পুরো অরিজিনাল উইন্ডোজ ব্যাবহার এর মতো । আচ্ছা আসি যাদের এটি ইন্সটল করলেও উইন্ডোজ এক্টিভেট হয় না । আপনারা এটি ইন্সটল এর সময় উইন্ডোজ স্মার্ট স্ক্রিন অফ রাখুন ( ইন্সটল এর পরে আবার অন করতে পারেন ) । উইন্ডোজ ইন্সটল করার জন্য এই কী টি ব্যাবহার করুনঃ
XHQ8N-CRMCJ-RQXB6-WCHYG-C9WKB
আইএসো তে না চললে নতুন কিছু দিয়ে ট্রাই করুন ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
৩,২৮৯ বার পঠিত | মার্চ ৫, ২০১৫ | ৯:৫৪ PM