- ধারাবাহিক ভাবে কম্পিউটার সমন্ধে এক্সপার্ট একদম নতুনদের জন্য [পর্ব-০১] :: কম্পিউটারের ইতিহাস
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সমন্ধে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০২] :: কম্পিউটার কেনার আগে যা জানা জরুরী
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সমন্ধে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০৩] :: একটি নতুন পিসি/ল্যাপটপ কেনার পর যে বিষয়গুলো প্রথমেই করে নেবেন
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সমন্ধে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০৪] :: পিসি ব্যবহারকারীর সাধারণ কিছু ভুল
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-৫] :: Windows xp install
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০৬] :: পিসিতে পাসওয়ার্ড দিয়ে লগ করে রাখুন
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০৭] :: লগইন পাসওয়ার্ড না যেনেই, কম্পিউটার ওপেন করুন
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-০৮] :: administrator পাসওয়ার্ড দিন
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-৯] :: Startup Password
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-১০] :: ফাইল হিডেন করা এবং হিডেন ফাইল শো করা
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-১১] :: সফটওয়ার ছাড়া স্কীনশর্ট নেয়ার পদ্ধতি
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-১২] :: মাউস cursor আইকন পরিবর্তন
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-১৩] :: program install
- ধারাবাহিক ভাবে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট হন, একদম নতুনদের জন্য [পর্ব-১৪] :: কিভাবে একটি ইন্সটল করা সফটওয়ার রিমোভ করবেন?
- কম্পিউটার সমন্ধে এক্সপার্ট হন [পর্ব-১৫] :: Windows 7 এ Default টুল্স দ্বারা স্কীনশর্ট নেয়ার পদ্ধতি
পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমি ভেবেছি অনেক নতুন ভাইয়েরা আছে যারা নতুন পিসি কিনেছে এবং নতুন ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে তাই তারা অনেক কিছুই যানে না, আমরা যা যনি তারা এথেকে অনেক পিছিয়ে আছে তাই তাদেরও আমাদের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার এই উদ্দেগ্য, তাই আমি বাংলা টিউটোরিয়াল ধারাবাহিক ভাবে সবার সাথে শেয়ার করতে চাই এক এক পর্বে একএকটা কাজ নিয়ে আলোচনা হবে। তাহলে আজ পরম করুনাময় আল্লাহ্ এর নামে আজ শুরু করি।
পর্বের পর্ব যারা সময় বা কোন সমস্যার কারনে দেখতে পারেন নি, মিস করেছেন তারা দেখতে পারেন এখান থেকে।
সকল পর্বের পোষ্ট পড়তে এখানে ক্লিক করুন।
গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে পাসওয়ার্ড দেয়া কম্পিউটার, পাসওয়ার্ড না যেনেও আপনি ওপেন করবেন, আজ দেখাব, পাসওয়ার্ড না যেনে কম্পিউটার ওপেন করলে সেই সিস্টেমটি কিভাবে আবার পাসওয়ার্ড দিয়ে রাখবেন।
তাহলে administrator দিয়ে ওপেন করুন, আর কিভাবে administrator দিয়ে ওপেন করবেন তা আমি গত পর্বে দেখিয়েছি, যদি কেহ না দেখে থাকেন তাহলে গত পর্বের পর্ব ০৭ পোষ্টটি দেখতে পারেন এবং administrator নাম দিয়ে আপনার পিসি ওপেন করুন, যদিও এটা আপনি এক্সপি সেটাপ করার সময় দেয়া যায়, কিন্তু আপনি এভাবেও দিতে পারেন ওপেন করুন তারপরে Start>control panel> user account> এ গিয়ে administrator নামের একাউন্টে ক্লিক করুন বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি দেখুন।
পিক্সার ০১।
এরপরে Create a password এ ক্লিক করুন (বুঝতে সমস্যা হলে নিচের ছবিটি দেখুন)
পিক্সার ০২।
এবার উপরের ঘরে আপনার পাসওয়ার্ড দিন এবং দ্বিতীয় ঘরে আবার একই পাসওয়ার্ড দিন, তিত্বীয় ঘরটি খালি রেখে Create password ক্লিক করুন (বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি দেখুন।
পিক্সার ০৩।
এবার Yes, Make Private এ ক্লিক করুন
পিক্সার ০৪।
ব্যাস হলে গেলো আপনার administrator এ পাসওয়ার্ড দেয়া।
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
আগামি পর্বে থাকছে (আরো একটি পাসওয়ার্ড দেয়ার নিয়ম দেখাব, এই লগইন পাসওয়ার্ড চাওয়ার আগেই ষ্টার্টআপ পাসওয়ার্ড চাবে)
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
ধন্যবাদ ভাই ভাল একটা জিনিস । যারা জানে না তাদের অনেক উপকার হবে ।
Hum thanks bro.
ভাই সুন্দর হয়েছে । আরোও চাই । 😛
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, দোয়া করবেন, যেন আরো দিতে পারি সবাইকে। 🙂
Good site………… Boss