বাজারে আসার দুই দিনে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০ বিশ্বের সর্বমোট ১ কোটি ৪০ লাখ কম্পিউটারে জায়গা করে নিয়েছে। ২৯ জুলাই মাইক্রোসফট ‘ফ্রি ডাউনলোড সফটওয়্যার’ হিসেবে এটি প্রকাশ করে।

মাইক্রোসফট বলেছে, উইন্ডোজ-১০ নিয়ে মাইক্রোসফটের পরিকল্পনা একেবারে ভিন্ন। কোম্পানিটি অাশা করছে, অাগামী তিন বছরে উইন্ডোজ-১০ বিশ্বের ১০০ কোটি ডিভাইসে জায়গা করে নেবে। প্রথম দুইদিনে যে পরিমাণ ডাউনলোড হয়েছে তা দেখে কোম্পানিটি অাশা করছে, তাদের স্বপ্ন সফল হবে। কারণ, সফটওয়্যারটি ডাউনলোড করতে কোনও ধরনের ঝামেলা হচ্ছে না। কোথাও থেকে কোনও ধরনের ঝামেলার খবর তাদের কানে অাসেনি।

মাইক্রোসফট গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে জানিয়েছে, মাইক্রোসফট এখনও সবার অনুরোধ রাখতে পারেনি। যারা উইন্ডোজ-১০ ফ্রি অাপগ্রেডের জন্য (যাদের কম্পিউটারে পুরনো উইন্ডোজ চালু রয়েছে তাদের) অনুরোধ জানিয়েছিল তাদের সবাইকে এখনও ডাউনলোড সুবিধা দিতে পারেনি প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট আরো বলেছে, যে ১ কোটি ৪০ লাখ কম্পিউটারে উইন্ডোজ-১০ চলছে তার মধ্যে সদ্য বিক্রি হওয়া নতুন কম্পিউটারও রয়েছে যাতে নতুন করে উইন্ডোজ-১০ ইনস্টল করা হয়েছে।
you can enter this link