ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইট  এর অবয়ব তৈরি করা বা ওয়েবসাইটটি দেখতে কেমন হবে কিংবা এর সাধারন রূপ দেখতে কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট তৈরি করা। যেমন ধরুণ ওয়েবসাইট এর লেয়াউট কেমন হবে, হেডারে কোথায় মেনু থাকবে,  সাইডবার হবে কিনা,  ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ। আর এই ডিজাইন নির্ধারণ করতে ব্যবহার করতে হবে কিছু প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ।

 

সবাই চায় নিজের কোম্পানির ওয়েবসাইটটি হোক অন্য সব ওয়েবসাইট থেকে আলাদা। এজন্য ওয়েবসাইট ডিজাইন & ডেভেলপমেন্ট হচ্ছে অনলাইন মার্কেটপ্লেসগুলোর টপ পপুলার ক্যাটাগরির মধ্যে অন্যতম। কারণ, বর্তমানে ছোটখাটো কোম্পানি থেকে শুরু করে বড়সড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সবাই ওয়েবে নিজেদের অবস্থান গড়তে সক্রিয়। তাই ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজের প্রচুর চাহিদা রয়েছে।

web-development, amwebcreation,

কিন্তু প্রতিযোগিতার বিশ্বে এই সেক্টরে কাজ করতে হলে আপনার কাজের মান থাকতে হবে অটুট। ক্লায়েন্টের কাছ থেকে সাইটের ডিজাইন নিয়ে কাজটি করে দিতে হবে অনন্য ডিজাইনের একটি সাইট। কিংবা কখনো নিজেকেই ক্লায়েন্টের জন্য ডিজাইন তৈরি করতে হবে।

একজন প্রফেশনাল ওয়েব ডিজাইন এবং ডেভেলপারহতে আপনাকে যা শিখতে হবেঃ

  • ওয়েব ডিজাইনের প্রাথমিক ধারনা।

এর জন্য যা যা জানতে হবে।

  • ওয়েব কোডিং
  • এইচটিএমএল/সিএসএস
  • জাভাস্ক্রিপ্ট
  • জেকুয়েরি
  • পিএইচপি
  • এজ্যাক্স ইত্যাদি।

ডিজাইন

  • এডোবি ফটোশপ ফর ওয়েব ডিজাইন
  • এডোবি ইলাসট্রেটর ফর ওয়েব ডিজাইন

আরও কিছু টুল…

  • টেকনিক্যাল সেকশন
  • পিএসডি থেকে এইচটিএমএল করা
  • ইমেজ থেকে এইচটিএমএল করা

কোথায় ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখবেন

ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজের যেমন চাহিদা রয়েছে ঠিক তেমনি কাজটি শিখতে আপনাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে। প্রথমে আপনাকে ভাল মানের ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার বেচে নিতে হবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, গাজীপুরে প্রতিষ্ঠিত একমাত্র ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এ এম ওয়েব ক্রিয়েশন যেখানে কাজ শিখে আপনি ওয়ার্ল্ড ক্লাস ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।