১ম পর্বঃ আমারো একটা সাইট লাগবে পার্ট-১

সবায় কেমন আছেন? আশাকরি ভালই আছেন? ১ম পার্ট মনে হয় অনেকেরই উপকার হয়েছে তাই ২য় পার্ট নিয়ে আজকে হাজির হলাম।

কাজে কথায় আসি। সাইট তো বানাব কিন্তু প্লাটফ্রম কি হবে?

১মে আমি আজকে ব্লগস্পট নিয়ে আলোচনা করব। কারন ওয়াপকা সম্পর্কে আমার ধরনা নাই বললেই চলে। তাহলে শুরু করা যাক?

ব্লগস্পটের জন্য আমাদের কি কি লাগবে তা নিয়ে আগে আলোচনা করি।

১) জিমেইল আইডি।

২) পিসি।

৩) নেট কানেকশন।

৪) হালকা আবারো বলছি হালকা HTML সম্পর্কে ধারনা

তাহলে আসল কাযে আশি

১মে আপনার পিসিতে নেট কানেকশন দিয়ে Blogger.com এ যান। তার পর আপনার Gmail ID দিয়ে লগ ইন করে নিন।

তার পর নিচের চিত্রের মত পেজ আসবেঃ

দ্বিতীয় স্টেপ : উপরের ছবির মত একটি পেজ আসবে আপনি ব্লগার ডটকম এ যাওয়ার পর…। যেহেতু আমার কয়েকটা ব্লগ খুলা আছে কিন্তু আপনার বেলায় থাকবে না… যদি না আপনি আলরেডি ব্লগ খুলে থাকে…।

New Blog এ ক্লিক করুন তার পর নিচের ছবি অনুসরন করুন

আশা করি বুঝে গেছেন… ইউর ব্লগ নাম এর জাইগাতে আপনার ব্লগ এর নাম দিন (যতটা সম্ভব একটা উনিক নাম বেভহার করেন।এবং আপনি যে বিষয়ের উপর লিখালিখি করবেন তার সাথে মিলিয়ে নাম দিন আপনার ওয়েবসাইট বা ব্লগ এর)

তার পরের লাইনটি তে আপনার ব্লগ এর এড্রেস দিন (ব্লগ এর এড্রেস ব্লগ এর নামের সাথে মিল রাখবেন)

তার পর Creat Blog এ ক্লিক করুন

শেষ আপার ব্লগ তৈরি,

আপনার ব্লগ এর ডেশবরড টা হবে নিচের ছবির মতন…। এই ডেসবরড থেকে ই আপনার ব্লগ এর সকল কাজ করতে পারবেন…। কিছু করার নাই করতে হবে :p

কি বুঝলেন ডেশবরড দেখে ? আপনাকে এখান থেকে ই আপনার ব্লগ এর সকল কাজ টিউন করা ব্লগ সাজানে, প্লাগিন ইনশটল,ইত্তাদি সব করতে হবে…।

আপনার ব্লগ ওপেন করতে আপনি যে এড্রেস টা দিয়েছেন সেই এড্রেস এ ঢুকে দেখুন অথবা ডেসবরড এর উপরে View Blog Clcik করুন আপনার ব্লগ বা ওয়েবসাইট দেখতে পাবেন (নিচের ছবিটার মত  আসবে)

বাস হয়ে গেল একটি ব্লগস্পটের সাইট তার পর আমরা দেখাব কিভাবে সাইটের থিম চেইঞ্জ করতে হয়। আজ এইটুকুই আবার অন্যকোন দিন আপনাদের নিয়ে হাজির হব ততোদিন পর্যন্ত ভাল থাকবেন Techtunerbd এর সাথে থাকবেন ধন্যবাদ।

১ম পর্বঃ আমারো একটা সাইট লাগবে পার্ট-১

কোন সমস্যা হলে আমার সাথে কথা বলতে পারেন

মোঃ হাসান আল মামুন

০১৮৬৬০৫২০২৩

logo