ইন্টারনেট দুনিয়াতে নিজের ১টা সাইট না থাকলে কেমন যেন মনে হয়। তাছারা যদি টাকা ইনকামের কথা বলি তাহলে একটা সাইটই হবে আপনার সারাজিবনের ইনকামের রাস্তা।

তাহলে শুরু করা যাক?

সাইট নিজের নামে বা নিজের ইচ্ছা অনুযায়ি যেকোন ধরনের হতে পারে। তাই কি বিষয়ে সাইট বানাবেন তার আগে নিচের বিষয় খেয়াল করেন?

নিচের এই জিনিস গুলা আপনাকে অবশ্যাই লাগবে।

১) পিসিঃ এটা আপনার ১মে সবচেয়ে বেশি প্রয়োজন, এই পিসি ছাড়া সাইটের প্রায় ৯০% কাজ করা অসম্বভ বলাই চলে।

২) ইন্টারনেট কানেকশনঃ এটার গুরুত্ব কিছুই বলব না। কারন ১০০% কাজই ইন্টারনেটে।

৩) ধর্য্যঃ এইজিনিসটা মনে করেন আপনার ৫০% ইনভেস্ট। এই ধর্য্য চারা আপনি কোন দিন কিছুই করতে পারবেন না। তাই এতাকে অনেকে Wap ডেভলাপারা ১০০% ইনভেস্টই মনে করে। আমিও তাই।

৪) চিন্তাশক্তি ও বুদ্ধিঃ আপনার সাইটে টিউন যদি কপি না করতে চান তাহলে নিজের চিন্তাশক্তি দ্বারা নিজের বুদ্ধি থেকেই করতে হবে তাই এটা আপনার অবশ্যই থাকতে হবে। আর যদি কপি করেন তাহলে অনেক পাঠকের কাছে টিউনার না হয়ে চুরির কাতারে থাকতে হবে তাই কপি থেকে বিরত থাকতে হবে। আর হ্যা যদু ইংলিশ সাইট থেকে ট্রান্সলেটর করে আপনার সাইটে দিতে পারেন কোন সমস্যা হবে না ।

৫) আর্থিক ইনভেস্টঃ ডমিন-হোস্টিং এর জন্য আপনাকে আর্থিক যোগান দিতে হবে।যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকলে তো এটা আপনার ব্যাপার।

আজকে এটাই ধারণা দিচ্ছি পরে অন্য কোন দিন দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব।

তখন হয়তো থাকতে পারে কিভাবে সাইট বানাবেন।

প্রয়োযনেয়ামার সাথেও যোগাযোগ করতে পারেন।

মোঃ হাসান আল মামুন

০১৮৬৬০৫২০২৩
ভালো লাগলে আমার সাইট এ দাওয়াত রইলঃ https://tr.im/TnBGS