যারা বাংলায় ব্লগিং করেন বা বাংলা ব্লগ পড়তে ভালোবাসেন তাদের প্রায়ই সুপরিচিত বাংলা ব্লগ লিস্ট বা বাংলা ফোরামের লিস্ট দরকার পড়ে। ইন্টারনেটে সার্চ করলে অনেক লিস্ট পাওয়া যায় কিন্তু সেই সমস্ত লিস্টে যে ব্লগ বা ফোরাম গুলো আছে সেগুলোর অনেক সাইটই এখন কাজ করে না। তাই আমি যে লিস্ট টা তৈরী করেছি সেটা ঐ সমস্ত লিস্ট থেকে কিছু কিছু বাদ দিয়ে এবং কিছু কিছু সাইট যোগ করে করেছি। এছাড়াও যদি কোন সুপরিচিত ব্লগ বা ফোরাম বাদ পড়ে তবে কমেন্ট বক্সে আপনার উল্লেখ করলে আমি লিস্ট আপডেট করে দিব। এখন চলুন বাংলাদেশের সুপরিচিত ব্লগ এবং ফোরাম এর লিস্ট টা দেখে নেওয়া যাক:
বাংলা ব্লগ:
- সামহোয়্যার ইন ব্লগ
- আমার ব্লগ
- সচলায়তন
- টেকটিউনস
- টিউনার পেজ
- আইটি বাতায়ন
- পিসি হেল্পলাইন
- পিসি হেলপ সেন্টার
- ক্যাডেট কলেজ ব্লগ
- নষ্ট কবিতার খাতা
- আলোর ছটা
- আমার ঠিকানা
- আমরা বন্ধু
- অনুকাব্য
- বাংলা কবিতা
- অন্যদৃষ্টি
- বাংলা ইউনিকোড ব্লগ
- বিডিগল্প২৪
- বিজ্ঞান প্রযুক্তি ব্লগ
- বিজ্ঞানী ব্লগ
- বিসর্গ ব্লগ
- বলতে চাই মনের কথা
- চতুর্মাত্রিক ব্লগ
- কফি হাউসের আড্ডা ব্লগ
- ধুমকেতু ব্লগ
- ডঃ ফিরোজ মাহবুব কামাল
- প্রিয় ব্লগ
- এভার গ্রীন বাংলা ব্লগ
- গণিত পাঠাশালা
- হ্নীলার বাঁধন
- মুক্তাঙ্গন ব্লগ
- নীলাঞ্চল বাংলা ব্লগ
- নির্জন অরণ্য
- পিস ইন ইসলাম ব্লগ
- সদালাপ ব্লগ
- শৈলী বাংলা ব্লগ
- স্বপ্নবাজ বাংলা ব্লগ
- সোনার তরী ব্লগ
- টেকটুইটস ব্লগ
- টেকমাস্টার ব্লগ
- সোনালী ডানার চিল
বাংলা ফোরাম:
এই পোষ্ট টি প্রথম প্রকাশিত এখানে: আইটি বাতায়ন